অপরিবর্তিত একাদশ নিয়ে খেলছে টাইগাররা

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৯:২৬ এএম, ০৬ ডিসেম্বর ২০২৩

দুই সিরিজের প্রথম টেস্টে ১৫০ রানের বড় জয় পেয়েছে বাংলাদেশ। মিরপুরে তাই সিরিজ জয়ের লক্ষ্য নাজমুল হোসেন শান্তর দলের। গুরুত্বপূর্ণ এই লড়াইয়ে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

প্রথম টেস্টে ক্রিকেটারদের দুর্দান্ত পারফম্যান্সে ম্যাচ জেতার কারণে ওই একাদশেই ভরসা নাজমুল হোসেন শান্তর। যে কারণে এই টেস্টে একাদশে কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ। যদি আঙুলে চোট পেয়েছিলেন অফস্পিনার নাঈম হাসান। দ্বিতীয় তিনি খেলতে পারবেন কিনা, সেটি নিয়ে কিছুটা শঙ্কায় ছিল বাংলাদেশ। না, তেমন কিছুই ঘটেনি। অবশেষে নাঈমকে নিয়েই একাদশ সাজিয়েছেন শান্ত।

অপরদিকে নিউজিল্যান্ড একাদশে এসেছে এক পরিবর্তন। স্পিনার ইশ সোধির পরিবর্তে দলে জায়গা পেয়েছেন আরেক স্পিনার মিচেল স্যান্টনার।

বাংলাদেশ একাদশ

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, শাহাদাত হোসেন, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, নাঈম হাসান ।

নিউজিল্যান্ড একাদশ

ডেভন কনওয়ে, টম ল্যাথাম, কেন উইলিয়ামসন, হেনরি নিকোলস, ড্যারিল মিচেল, টম ব্লান্ডেল (উইকেটকিপার), গ্লেন ফিলিপস, টিম সাউদি (অধিনায়ক), কাইল জেমিসন, মিচেল স্যান্টনার, অ্যাজাজ প্যাটেল।

আইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।