আশা পূরণ হলো না বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:৫৮ এএম, ০৯ ডিসেম্বর ২০২৩

গত নভেম্বরেই ঘরের মাঠে পাকিস্তানের মেয়েদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল বাংলাদেশ। এরপর চলতি মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ খেলতে যায় বাংলাদেশের মেয়েরা। আশা ছিল সিরিজ জয়ের ধারা বজায় রাখা। সে আশায় আলো জ্বালিয়েছে প্রথম ম্যাচেই দুর্দান্ত জয় পাওয়ায়। শেষ পর্যন্ত সেই আশা পূরণ হয়নি বাংলাদেশের। ১-১ সমতায় সিরিজ করেছে প্রোটিয়ারা।

সিরিজের দ্বিতীয় ম্যাচ ভেসে গিয়েছিল বৃষ্টিতে। আজ কিম্বারলিতে সিরিজের শেষ ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ৯৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। টাইগ্রিসদের হয়ে সর্বোচ্চ ৪২ রানের ইনিংস খেলেন লতা মণ্ডল।

জবাবে ব্যাট করতে নেমে দুর্দান্ত ব্যাটিং শুরু করে দক্ষিণ আফ্রিকা নারী দল। ওপেনিং জু্টিতে ৩৫ রান তোলে স্বাগতিকরা। অবশেষে ১৫.২ বলে ৮ উইকেট হাতে রেখে ম্যাচ জিতে নেয় প্রোটিয়ারা। ৪৯ রানের অপরাজিত ইনিংস খেলেন লরা ওলভারডর্ট।

এর আগে প্রথম টি–টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ জিতেছিল ১৩ রানে। যে কারণে আশা বড় হচ্ছিল বাংলাদেশ। প্রোটিয়াদের ব্যাটে শেষ পর্যন্ত সে গুড়েবালি হলো বাংলাদেশের।

আইএইচএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।