বিপিএলে মিরপুরের উইকেট কেমন থাকবে? যা বললেন মোসাদ্দেক-শুভাগত

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৫:১৯ পিএম, ১৮ জানুয়ারি ২০২৪

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট মানেই চার-ছক্কার ফুলঝুড়ি। প্রচুর রান হবে। তাড়া করতে নেমে হবে ব্যাট এবং বলের তুমুল লড়াই। আইপিএল, পিএসএল কিংবা সিপিএল এ কারণেই এত বেশি জনপ্রিয়তা অর্জন করে। কিন্তু বাংলাদেশে হয় উল্টোটা। মিরপুরে তৈরি করা হয় যে উইকেটে, সেখানে রান ওঠে না। ব্যাটাররা হাত খুলে খেলতে পারেন না। ফলে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টির মজাটাই পান না দর্শক-সমর্থকরা।

এবারও কী তেমনটাই হবে? মিরপুরের উইকেট কী সেই রহস্যই ধরে রাখবে এবার? এমন প্রশ্ন করা হয় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স অধিনায়ক শুভাগত হোম এবং দুর্দান্ত ঢাকার অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকতকে। দুই দলের দুই অধিনায়ক বললেন ভিন্ন কথা। তবে, কমন ছিল একটাই-দুজনই চান স্পোর্টিং উইকেট। যাতে ব্যাটাররা রান তুলতে পারে অনেক এবং বোলাররাও ভালো বোলিং করতে পারেন।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক শুভাগত হোমের কাছে উইকেট সম্পর্কে জানতে চাইলে শুভাগত হোম বলেন, ‘গত বছর কিন্তু মিরপুরের উইকেটটা বেশ ভালো ছিল। আমরা আশা করব এবারও ভালো উইকেটই থাকবে। ব্যাটিং-বোলিং…, সব মিলিয়ে স্পোর্টিং উইকেট থাকবে। ব্যাটিং বোলিং দুই বিভাগই যেন ভালো করতে পারে সে রকম স্পোর্টিং উইকেট চাই। ‘

এই উইকেটে কত রান করলে নিজেদের নিরাপদ মনে করবেন? জানতে চাইলে শুভাগত হোম বলেন, ‘এটা আসলে এখনই বলা যাচ্ছে না। শেষ বছর এখানে অনেক রান উঠেছে। তেমন যদি উইকেট হয়, তাহলে ১৬০-১৭০ এর মতো রান বেশ লড়াকু পুঁজি হবে।‘

ঢাকার অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকতের কাছে প্রশ্ন রাখা হয়, উইকেট সম্পর্কে আপনার ভাবনা কী? কেমন উইকেট প্রত্যাশা করেন? জবাবে তিনি বলেন, ‘মিরপুরের উইকেট সব সময়ই একটু ডিফিকাল্ট- এটা সবাই জানেন। তবুও আশা করি স্পোর্টিং উইকেট হবে। তবে, যে আবহাওয়া রয়েছে, তাতে ভালো ব্যাটিং করা কঠিনই হবে। আজ (বৃহস্পতিবার) তো দুপুরের দিকে বেশ রোদ উঠেছে। আবহাওয়া ভালো। এমন আবহাওয়া আগামীকাল (শুক্রবার) যদি থাকে, তাহলে ভালো ব্যাটিং হবে আশা করি।’

আইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।