কাটার মাস্টারের এ কী হাল!

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক সিলেট থেকে
প্রকাশিত: ০৩:৪৮ পিএম, ৩০ জানুয়ারি ২০২৪

মোস্তাফিজুর রহমানের কাছে এখন যেন ধারাবাহিকতা আশা করা বাড়াবাড়ি। কোনদিন কেমন বোলিং করবেন, আগে থেকে ধারণা করা মুশকিল। ভরসার যে জায়গাটা ছিল, সেই জায়গাটা আর নেই আসলে।

এবারের বিপিএলেই যেমন প্রথম দুই ম্যাচে ৫ উইকেট নিলেন মোস্তাফিজ। যদিও দুই ম্যাচেই রান খরচ করেছিলেন ওভারপ্রতি আটের ওপর। টি-টোয়েন্টিতে সেটাকে খুব খারাপ পারফরম্যান্স বলা যাবে না।

তবে এরপর টানা দুই ম্যাচে মোস্তাফিজ যেমন খেললেন, পারফরম্যান্স নিয়ে চিন্তা হতেই পারে। আগের ম্যাচে দুর্দান্ত ঢাকাকে ৭৮ রানেই গুটিয়ে বড় জয় পায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

যে ম্যাচে কুমিল্লার বোলাররা রাজ করেছেন, সে ম্যাচেও ২ ওভারে মোস্তাফিজ দিয়েছিলেন ২২ রান। ওভারপ্রতি ১১! দলের আর বাকি বোলারদের ওভারপ্রতি রান খরচা ছিল পাঁচেরও নিচে।

টানা দ্বিতীয় ম্যাচে মোস্তাফিজ দলের সবচেয়ে খরুচে বোলার। আজ (মঙ্গলবার) রংপুর রাইডার্সের বিপক্ষে কুমিল্লার বাকি বোলাররা ওভারে দশের নিচে রান দিয়েছেন। সেখানে মোস্তাফিজ একটি উইকেট পেলেও ৪ ওভারে খরচ করেছেন ৪৮ রান। ওভারপ্রতি ১২!

শেষ পাঁচ ওভারে ৬৮ রান নিয়েছে রংপুর। যার পেছনে বড় অবদান মোস্তাফিজের। ১৮তম ওভারে মোস্তাফিজকে দুটি ছক্কা আর একটি বাউন্ডারি হাঁকান আজমতউল্লাহ ওমরজাই।

২০তম ও ইনিংসের শেষ ওভারেও দুটি চার আর একটি ছক্কা হজম করেন কাটার মাস্টার। আজমতউল্লাহ হাঁকান একটি বাউন্ডারি আর নুরুল হাসান সোহান মারেন একটি করে চার-ছক্কা।

এমএমআর/এমএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।