খুলনার বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে টস জিতে ব্যাট করছে চট্টগ্রাম

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০২:০০ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২৪

পয়েন্ট টেবিলে খুবই নাজুক অবস্থায় রয়েছে খুলনা টাইগার্স এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। প্লে-অফ এই দুই দলের কে খেলবে, তা অনেকটাই নির্ধারণ হবে দু’দলের আজকের মুখোমুখিতে। খুলনাকে যদি হারাতে পারে চট্টগ্রাম, তাহলে প্লে-অফে খেলা তাদেরই নিশ্চিত হয়ে যাবে। আর যদি খুলনা জিতে যায়, তাহলে সম্ভাবনা টিকে থাকবে দু’দলেরই।

গ্রুপ পর্বে আজই শেষ ম্যাচ খেলতে নামছে চট্টগ্রাম। খুলনার এরপর আরও একটি ম্যাচ বাকি থাকবে। ফাইনালের আগে এই দুই দলের জন্য আজ আক্ষরিক অর্থেই ফাইনাল। গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস জিতলেন চট্টগ্রামের অধিনায়ক শুভাগত হোম। টস জিতেই ব্যাট করার সিদ্ধান্ত নিলেন তিনি। ফিল্ডিং করছে খুলনা।

টস জিতে ব্যাট করতে নেমে অবশ্য শুরুতেই বিপদে চট্টগ্রাম। আরব আমিরাতের ওপেনার মোহাম্মদ ওয়াসিম দ্বিতীয় ওভারের পঞ্চম বলেই নাসুম আহমেদের বলে ক্যাচ তুলে দেন ওয়েইন পার্নেলের হাতে। ১ রান করে আউট হন তিনি।

তানজিদ হাসান তামিম ১৭ রান নিয়ে এবং ৭ রান নিয়ে ব্যাট করছেন সৈকত আলি।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।