চিতাবাঘের আক্রমণে আহত জিম্বাবুয়ের ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩:১৩ পিএম, ২৫ এপ্রিল ২০২৪

চিতাবাঘের আক্রমণে আহত হয়েছেন জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার গাই হুইটাল। তার মাথায় ও হাতে আক্রমণ করেছে হিংস্র প্রাণীটি। এতে মারাত্মকভাবে আহত হওয়ার পর তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

ক্ষত থেকে হুইটালকে সারিয়ে তুলতে তার মাথায় ও হাতে অস্ত্রপচার করা হয়েছে। তবে ৫১ বছর বয়সী সাবেক এই ক্রিকেট এখন বিপদমুক্ত বলে জানা গেছে।

জিম্বাবুয়ের হয়ে ১৯৯৩-২০০৩ সাল পর্যন্ত জিম্বাবুয়ের হয়ে খেলেছেন হুইটাল। জাতীয় দলের জার্সিতে ৪৬ টেস্ট ও ১৪৭টি ওয়ানডে ম্যাচ খেলেছেন তিনি।

গত মঙ্গলবার হুইটালের আহত হওয়ার খবর জানিয়েছেন তার স্ত্রী হান্না হুইটাল। এক ফেসবুক পোস্টের মাধ্যমে এই তথ্য জানান তিনি। আহত হওয়ার পর চিকিৎসার জন্য বিমানে করে রাজধানী হারারেতে আসার কথা জানিয়েছেন হান্না।

 

এমএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।