খুলনা টাইগার্সের পেমেন্ট নিয়ে যে তথ্য দিলেন মিরাজ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১০:১৭ পিএম, ২৯ জানুয়ারি ২০২৫

 

দুর্বার রাজশাহীর ফ্র্যাঞ্চাইজিদের পেমেন্ট নিয়ে গড়িমসি, টালবাহানা নিয়েই যত কথা। রাজশাহীর মালিকের চেক বাউন্স করেছে কয়েক দফা। ক্রিকেটাররা প্রতিবাদে একদিন প্র্যাকটিসও করেনি। আবার বিদেশি ক্রিকেটাররা এক ম্যাচ খেলা থেকেও বিরত ছিলেন।

তাই পেমেন্ট নিয়ে রাজশাহী মালিকরা রীতিমত খলনায়কের ভুমিকায়; কিন্তু এমন নয়, রাজশাহীর মালিকরাই শুধু ক্রিকেটারদের পারিশ্রমিক দিচ্ছে না। চট্টগ্রাম কিংসসহ আরও একাধিক দলেরও পেমেন্ট ক্লিয়ার নয়।

তবে খুলনা টাইগার্স এ ক্ষেত্রে ব্যতিক্রম। তারা পেমেন্ট পেয়েছেন বলে জানিয়েছেন দলটির অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। আজ বুধবার বিকেলে এ বিষয়ে কথা বলতে গিয়ে এমন তথ্য দিলেন মিরাজ।

পেমেন্ট নিয়ে মিরাজের কথা, ‘আমাদের টিমে ইতোমধ্যে ৪০ ভাগ পেমেন্ট করে দিয়েছে। আর আমার সঙ্গে ইকবাল ভাইয়ের কথা হয়েছে। তিনি বলেছেন, এ সপ্তাহের মধ্যে আরও ৩০-৩৫ ভাগ পেমেন্ট করে দেবে। অলমোস্ট তো ৭০ ভাগ-এর কাছাকাছি আমরা সবাই পেয়ে যাবো।’

অন্য দলের ক্রিকেটাররা পারিশ্রমিক পাচ্ছেন না দেখে হতাশ মিরাজ। তার সোজা কথা, ‘অবশ্যই এটা খারাপ লাগছে। দিনশেষে তো আমরা খেলোয়াড়রা ক্রিকেট খেলি টাকার জন্য। দিনশেষে যদি পারিশ্রমিক না পাই, প্রত্যেকটা খেলোয়াড়ের জন্যই খারাপ। সবাই একটা দিক থেকে আশা করবে, অবশ্যই যেহেতু ক্রিকেট বোর্ড আমাদের অভিভাবক, ক্রিকেট বোর্ড অবশ্যই এটার ব্যাপারে কথা বলবে। তারা আমাদের প্রত্যেকটা মানুষের দায়িত্ব নিয়ে কথা বলবে, সবার সঙ্গে যারা ফ্র্যাঞ্চাইজি ওনার আছে। সেক্ষেত্রে যদি সমস্যা হয়, ক্রিকেট বোর্ড একটা ভালো সমাধান দেবে আমার কাছে মনে হয়।’

বিপিএলে আগেও পেমেন্ট নিয়ে সমস্যা ছিল। অনিয়ম, অসচ্ছ্বতা ও অপেশদার মানসিকতা চোখে পড়েছে। ক্রিকেটারদের পেমেন্ট পেতে বারবার মালিক পক্ষের কাছে ধর্না দিতে হয়েছে; কিন্তু এবারের অবস্থা হয়নি কখনো। বিদেশি ক্রিকেটাররা পেমেন্টের কারণে একটি ম্যাচ খেলেননি- এমন ঘটনা ঘটেনি কখনো।

তা নিয়ে রাজ্যের আক্ষেপ মিরাজের। তবে পেমেন্ট নিয়ে এ টালবাহানা বন্ধে বিসিবি ও বিপিএল গভর্নিং কাউন্সিলের হস্তক্ষেপ কামনা করছেন মিরাজ। তার ব্যাখ্যা, ‘একটা জিনিস দেখেন, এ বছর পরিস্থিতি একটু আলাদাভাবে হয়েছে। এরআগে কিন্তু এরকম কখনো হয়নি। আমার কাছে মনে হয়, এই প্রথম এরকম পরিস্থিতি ঘটেছে। সবাই একটু ইয়ের ভেতর আছে..., সবাই যদি চিন্তা করে যে আমাদের দেশ সেটেল্ড নেই। এর জন্য হয়তো এই সমস্যাগুলো হচ্ছে। আমার কাছে মনে হয় আপনি যেটা বললেন, এখানে যারা দায়িত্বে আছে, বিপিএল গভর্নিং কাউন্সিল তারা এটা নিয়ে কাজ করবে। আশা করি তারা সুন্দর, ভালো একটা সমাধান দেবে এবং তারা অবশ্যই খেলোয়াড়দের সঙ্গে থাকবে সবসময় আমার কাছে মনে হয়।’

এআরবি/আইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।