ফোন হারিয়ে ফেললেন বাবর আজম

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫:২৪ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০২৫

আবারও সংবাদের শিরোনামে পাকিস্তানের তারকা ব্যাটার ও সাবেক অধিনায়ক বাবর আজম। তবে এবার অন্যরকম এক ঘটনায়। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানিয়েছেন, তার ফোন খোয়া গেছে।

বাবরের সময়টাই যেন ভালো যাচ্ছে না। অফফর্মে ধুঁকছেন বহুদিন ধরে। মন নিশ্চয়ই ভালো নেই। এর মধ্যে সাধের ফোনটাও হারিয়ে বসলেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) এক পোস্টে বাবর লিখেছেন, ‘আমি আমার ফোন এবং কনটাক্ট (নম্বর) হারিয়ে ফেলেছি। খুঁজে পাওয়ার সাথে সাথে সবার কাছে ফিরে আসব।’

বাবরের ওই পোস্টে সমবেদনা জানিয়েছেন অনেকে। অনেকে আবার মজাও করছেন। একজন লিখেছেন, ‘যে মোবাইলটা পেয়েছে তার সৌভাগ্য।’ আরেকজনের লেখা, ‘যে ফোনটা পাবে, তার সঙ্গে বাবরের ছবি তোলার সুযোগ এসে যাবে।’ আরেকজন মজা করে লিখেছেন, ‘আপনাকে কেউ মিস করবে না।’

আরেকজন আবার বিরাট কোহলির অফফর্মের সময় বাবরের সমর্থন করে লেখা পোস্টকে টেনে এনেছেন, ‘শক্ত থাকো। এই (খারাপ) সময়টা চলে যাবে।’

এমএমআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।