ইতালি লিগের ফুটবলার ডাক পেয়েছেন বাংলাদেশ দলে

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:১৪ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০২৫

আগামী ২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম ম্যাচের জন্য ৩৮ জনের প্রাথমিক যে দল ঘোষণা করেছে বাফুফে, সেই তালিকায় আছেন ফাহামেদুল ইসলাম নামের ইতালি প্রবাসী এক ফুটবলার।

তিনি ইতালির সাসারি প্রদেশের ওলবিয়া শহরের দল ওলবিয়া কালসিও এফসিতে খেলেন। এই দলটি সিরি‌ 'এ' লিগের চতুর্থ বিভাগে খেলে থাকে।

ফেনীর এই ফাহামেদুল ইসলামকে নিয়ে এই ৩৮ জনের তালিকায় প্রবাসী ফুটবলার হলেন ৫ জন। অন্য চারজন হলেন-ইংল্যান্ড প্রবাসী হামজা দেওয়ান চৌধুরী, ডেনমার্ক প্রবাসী জামাল ভূঁইয়া, ফিনল্যান্ড প্রবাসী তারিক রায়হান কাজী ও কানাডা প্রবাসী সৈয়দ শাহ কাজেম কিরমানি।

প্রাথমিক দলের ৩৮ জন

গোলরক্ষক: মিতুল মারমা (আবাহনী), সুজন হোসেন, সাকিব আল হাসান (মোহামেডান), আনিসুর রহমান জিকো, মেহেদি হাসান শ্রাবণ (বসুন্ধরা কিংস)।

রক্ষণভাগ: মুরাদ হাসান, শাকিল হোসেন, ইয়াসিন খান (আবাহনী), মেহেদি হাসান, শাকিল আহমেদ তপু, জাহিদ হাসান শান্ত (মোহামেডান), রহমত মিয়া, সুশান্ত ত্রিপুরা (ব্রাদার্স), ইসা ফয়সাল (পুলিশ এফসি), তাজ উদ্দিন (রহমতগঞ্জ), তারিক কাজী, তপু বর্মণ, সাদ উদ্দিন (বসুন্ধরা কিংস)।

মধ্যমাঠ: মোহাম্মদ হৃদয়, পাপন সিং (আবাহনী), সৈয়দ শাহ কাজেম কিরমানি (পুলিশ এফসি), মো.সোহেল রানা, সোহেল রানা, চন্দন রায়, মজিবর রহমান জনি, শেখ মোরসালিন (বসুন্ধরা কিংস), জামাল ভূঁইয়া (ব্রাদার্স) ও হামজা চৌধুরী (শেফিল্ড ইউনাইটেড)।

আক্রমণভাগ: রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম, রাব্বি হোসেন রাহুল, রফিকুল ইসলাম (বসুন্ধরা কিংস), শাহরিয়ার ইমন, মোহাম্মদ ইব্রাহিম (আবাহনী), আরিফ হোসেন (মোহামেডান), আল আমিন (পুলিশ এফসি), পিয়াস আহমেদ নোভা (ফর্টিস এফসি), ফাহামেদুল ইসলাম (ওলিবিয়া কালসিও, ইতালি)।

আরআই/এমএমআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।