ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ ড্র, শিরোপা লড়াইয়ে কে এগিয়ে?

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৩২ এএম, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে জমে উঠেছে শিরোপা লড়াই। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছে। এতে করে শিরোপা জয়ের অপেক্ষা বেড়েছে দুই দলেরই। আগামী রোববার ঠিক হবে ব্রাজিল-আর্জেন্টিনার মধ্যে কোন দল চ্যাম্পিয়ন হবে।

এই ম্যাচটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ ছিল। যারা জিততো, তারাই চ্যাম্পিয়ন হয়ে যেতো। কিন্তু কেউ কাউকে ছাড় দিতে চায়নি। ফলে অমীমাংসিতই থেকে গেছে হাইভোল্টেজ লড়াইটি।

রোববার ব্রাজিল খেলবে চিলির বিপক্ষে, আর্জেন্টিনার প্রতিপক্ষ প্যারাগুয়ে। ওই দুই ম্যাচের ফলের ওপর নির্ভর করছে চ্যাম্পিয়নশিপ শিরোপা কার ঘরে যাবে।

ব্রাজিল অবশ্য গোল ব্যবধানে এক ধাপ এগিয়ে রয়েছে আর্জেন্টিনার থেকে (ব্রাজিল: +৪, আর্জেন্টিনা: +৩)। ফলে রোববারের ম্যাচে জয়ের সঙ্গে গোল ব্যবধানও বড় ভূমিকা রাখবে চ্যাম্পিয়ন নির্ধারণে।

দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে ৪০ মিনিটে দিয়াবলিটো এচেভেরির পেনাল্টি গোলে এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনা। ৭৮ মিনিটে ইগোরের কাছ থেকে বল পেয়ে দুর্দান্ত ক্রস শটে ব্রাজিলকে সমতায় ফেরান রায়ান। এরপর আক্রমণ-পাল্টা আক্রমণ চললেও জয়সূচক গোল করতে পারেনি কোনো দলই।

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।