দুই ম্যাচ নিষিদ্ধ লিভারপুল কোচ স্লট

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৫১ এএম, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

রীতিমত হাঙ্গামা লেগে গিয়েছিল। এভারটনের মাঠ গোডিসন পার্কে গিয়ে স্বাগতিকদের সঙ্গে লিভারপুল ২-২ গোলে ড্র করার পর মাঠের মধ্যেই সংঘর্ষ শুরু হয় দুই দলের ফুটবলার ও কর্মকর্তাদের।

রেফারির সঙ্গে তর্ক-বিতর্কে জড়িয়ে যান লিভারপুল কোচ ও সহকারী কোচ। যার ফলে মোট চারজনকে লাল কার্ড দেখানো হয়। যার মধ্যে রয়েছেন লিভারপুলের দুই কোচও।

সেই ঘটনার জেরে এবার বড় শাস্তি পেলেন লিভারপুল কোচ আর্নে স্লট। এই ডাচম্যানকে দুই ম্যাচের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

ম্যাচ শেষ হওয়ার পর রেফারি মিকায়েল অলিভারের সঙ্গে তর্কে জড়ান লিভারপুল কোচ আরনে স্লট এবং সিপকে হালশপ। দু’জনকেই লাল কার্ড দেখান রেফারি। ফুটবলারদের মধ্যে হাতাহাতির পরিস্থিতি তৈরি হওয়ায় লিভারপুলের কার্টিস জোন্স এবং এভার্টনের আবদুল্লায়ে ডুকুরেকে লাল কার্ড দেখানো হয়।

প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, লিভারপুলের প্রধান কোচ আর্নে স্লটকে মার্সিসাইড ডার্বির শেষে আপত্তিকর, অপমানজনক বা অশালীন ভাষা ব্যবহারের জন্য বরখাস্ত করা হয়েছে। এর ফলে তিনি দুই ম্যাচ নিষিদ্ধ থাকবেন।

রোববার উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষে এবং বৃহস্পতিবার অ্যাস্টন ভিলায় লিভারপুলের পরবর্তী দুটি ম্যাচে স্লট থাকতে পারবেন না।

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।