১০০০ মিনিট কোনো গোল হজম করেনি যে ক্লাব

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:২৬ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৫

ইংলিশ প্রিমিয়ার লিগে খেলে না তারা। খেলছে দ্বিতীয় সারির ইংলিশ লিগ চ্যাম্পিয়নশিপে। কিন্তু সেখানে বার্নলে এমন এক রেকর্ড গড়েছেন, যা রীতিমত বিস্ময়জাগানিয়া। সর্বশেষ ১০০০ মিনিট কোনো গোল হজম করেনি তারা। ইংল্যান্ডের দ্বিতীয় সারির ক্লাব ফুটবলে যা রীতিমত রেকর্ড।

শনিবার প্রিস্টন নর্থ এন্ডের সঙ্গে গোলশূন্য ড্র করেছে তারা। এরই মধ্যে দিয়ে টানা ১১ লিগ ম্যাচে কোনো গোল হজম করা ছাড়াই কাটিয়ে দিলো বার্নলে। তবে, পুরো মৌসুমে সব মিলিয়ে এ নিয়ে ২৪ ম্যাচ কোনো গোল হজম করেনি দলটি।

এবারের মৌসুমে বার্নলে এমন ডিফেন্স তৈরি করেছে, যা রীতিমত বিস্ময় তৈরি করেছে ইংলিশ ফুটবলে। মৌসুমের এখন এক চতুর্থাংশ বাকি। এরই মধ্যে তারা রেকর্ড গড়ে ফেললো কোনো গোল হজম না করার।

টানা ১১ ম্যাচ বা এক হাজার মিনিট গোল হজম করেনি। তবে পুরো মৌসুমে ৩৩ ম্যাচের মধ্যে মাত্র ২টি ম্যাচে গোল হজম করেছে দ্য ক্লারেটস নামে পরিচিত দলটি।

সর্বশেষ বার্নলের জালে বল জড়াতে পেরেছিলেন ওয়ার্টফোর্ডের কাওয়াদু বাহ। গত ২১ ডিসেম্বর ওই ম্যাচের ৮০তম মিনিটে গোলটি করেন তিনি। ৫৬ দিন আগের ম্যাচটি বার্নলে জিতেছিলো ২-১ ব্যবধানে।

ইংলিশ ফুটবলের সেরা চার ডিভিশনের মধ্যে বার্নলে পঞ্চম দল যারা, টানা ১১ ম্যাচ কোনো গোল হজম করেনি। বাকি চার দলের তিনটি- যারা ১১ ম্যাচ কোনো গোল হজম করেনি, তারা হচ্ছে- মিলওয়াল (১৯২৫-২৬), ইয়র্ক সিটি (১৯৭৩-৭৪) এবং রিডিং (১৯৭৮-৭৯)। এছাড়া ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানইউ ২০০৮০৯ মৌসুমে ১৪ ম্যাচ কোনো গোল হজম করেনি।

সর্বশেষ ১১ ম্যাচে বার্নলের গোলরক্ষক জেমস ট্র্যাফোর্ড মাত্র ২১টি শট ঠেকিয়েছেন। এর মধ্যে ছিল দুটি পেনাল্টিও। এই ম্যাচগুলোতে কোনো প্রতিপক্ষই সর্বোচ্চ তিনটির বেশি বার্নলের গোলে শট নিতে পারেনি। এই ১১ ম্যাচের মধ্যে ৬টিই শেষ হয়েছে গোলশূন্য ড্র’য়ের মধ্য দিয়ে।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।