কষ্টার্জিত জয়ে শীর্ষে ৭ পয়েন্টে এগিয়ে লিভারপুল

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:৪৭ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৫

লিভারপুল প্রিমিয়ার লিগে আবারও জয়ের ধারায় ফিরেছে, যদিও দ্বিতীয়ার্ধে কিছুটা নড়বড়ে পারফরম্যান্স করতে হয়েছে। উলভসের বিপক্ষে ২-১ গোলের জয় তুলে নিয়ে পয়েন্ট তালিকায় আর্সেনালের সঙ্গে ৭ পয়েন্টের ব্যবধান পুনরুদ্ধার করেছে আর্নে স্লটের দল।

ম্যাচের ১৫তম মিনিটেই লুইস দিয়াজের গোলের মাধ্যমে লিভারপুল লিড নেয়। এরপর ২৮তম মিনিটে উলভস গোলরক্ষক হোসে সা তাকে ফাউল করলে পেনাল্টির সুযোগ পায় লিভারপুল। মোহাম্মদ সালাহ স্পট-কিক থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন।

তবে প্রথমার্ধে দাপট দেখালেও দ্বিতীয়ার্ধে লিভারপুল কিছুটা অগোছালো হয়ে পড়ে। ম্যাচের শেষ দিকে উলভসের মাতেউস কুনহার এক দুর্দান্ত গোল করে ব্যবধান কমান, যা লিভারপুলকে চাপে ফেলে দেয়।

যদিও শেষ পর্যন্ত লিড ধরে রাখতে সক্ষম হয় লিভারপুল, যা তাদের জন্য গুরুত্বপূর্ণ এক জয়। এই জয়ের মাধ্যমে লিভারপুল তাদের সর্বশেষ তিন ম্যাচে প্রথমবারের মতো জয় পেল, যেখানে তারা এফএ কাপে প্লাইমাউথের বিপক্ষে বিদায় নিয়েছিল এবং মেরসিসাইড ডার্বিতে এভারটনের বিপক্ষে শেষ মুহূর্তে গোল হজম করে ২-২ গোলে ড্র করেছিল।

এই জয়ে লিভারপুল ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছে, আর্সেনালের চেয়ে ৭ পয়েন্ট এগিয়ে গেছে। তাদের পরবর্তী ম্যাচ অ্যাস্টন ভিলার বিপক্ষে, যেখানে জয় পেলে তারা ১০ পয়েন্টের ব্যবধান তৈরি করতে পারবে।

এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।