ইউরোপা লিগ

দারুণ জয়ে ঘুরে দাঁড়িয়ে শেষ আটে টটেনহ্যাম

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬:০২ এএম, ১৪ মার্চ ২০২৫

প্রথম লেগে ১-০ গোলে পিছিয়ে ছিল। সেখান থেকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে টটেনহ্যাম হটস্পার।

বৃহস্পতিবার লন্ডনে অনুষ্ঠিত শেষ ষোলো পর্বের দ্বিতীয় লেগে এজেড আকমারকে ৩-১ গোলের হারিয়েছে স্পার্সরা। দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে এগিয়ে থেকে শেষ আটে উঠেছে তারা।

প্রথম লেগে পিছিয়ে থাকার কারণে, টটেনহ্যামের মৌসুম অনেকটাই নির্ভর করছিল এই ম্যাচের ফলাফলের ওপর। তবে তারা চ্যালেঞ্জ মোকাবিলা করে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে, যার মূল কারিগর ছিলেন তরুণ ফরাসি উইঙ্গার উইলসন ওডোবার। তিনি জোড়া গোল করেন।

২৬তম মিনিটে এজেড ডিফেন্ডার ওয়াউটার গোসের বাজে ক্লিয়ারেন্সের সুযোগ নিয়ে ওডোবার বল জালে পাঠিয়ে স্পার্সকে এগিয়ে দেন। এরপর দ্বিতীয়ার্ধের শুরুতেই, ৪৮তম মিনিটে সন হিউং-মিনের পাস থেকে জেমস ম্যাডিসন নিখুঁত ফিনিশিংয়ে গোল করলে ফের এগিয়ে যায় টটেনহ্যাম।

তবে ৬৩তম মিনিটে টটেনহ্যামের রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে পিয়ের কুপমেইনার্স গোল করে এজেডকে ম্যাচে ফিরিয়ে আনেন। এতে কিছুটা চাপ অনুভব করছিল স্বাগতিকরা।

তবে ৭৪তম মিনিটে আবারও নায়ক হয়ে ওঠেন ওডোবার। টটেনহ্যামের বাম প্রান্ত দিয়ে গড়ে ওঠা দুর্দান্ত আক্রমণ থেকে বল পেয়ে ক্লোজ রেঞ্জ থেকে গোল করে দলকে স্বস্তি এনে দেন এই ফরাসি ফরোয়ার্ড।

এই জয়ের ফলে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে টটেনহ্যাম হটস্পার, যেখানে তাদের প্রতিপক্ষ হবে জার্মান ক্লাব আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট। রাউন্ড অব ১৬-তে এই দলটি দুই লেগ মিলিয়ে ৪-২ ব্যবধানে আয়াক্সকে হারিয়ে পরবর্তী পর্ব নিশ্চিত করেছে।

এমএমআর/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।