ইংলিশ লিগ কাপ ফাইনাল

লিভারপুলে স্লটের প্রথম নাকি ৭০ বছর পর নিউক্যাসলের প্রথম!

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১:৩৪ পিএম, ১৫ মার্চ ২০২৫

ইংলিশ ফুটবলে মৌসুমের প্রথম শিরোপা লড়াই অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল রোববার। ইংলিশ লিগ (কারাবাও) কাপের ফাইনালে লন্ডনের ওয়েম্বলিতে মুখোমুখি হচ্ছে প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা লিভারপুল এবং ৬ নম্বরে থাকা নিউ ক্যাসল ইউনাইটেড।ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে দশটায়।

ডাচ ক্লাব ফেয়েনুর্দ থেকে এবারের মৌসুমের শুরুতে লিভারপুলের দায়িত্ব নেন আরনে স্লট। ইয়ুর্গেন ক্লুপের স্থলাভিষিক্ত হন। সুতরাং, কারাবাও কাপে চ্যাম্পিয়ন হতে পারলে তা হবে লিভাপুলের কোচ হিসেবে তার প্রথম কোনো শিরোপা জয়।

অন্যদিকে নিউক্যাসলের জন্য অপেক্ষা করছে আরও বড় একটি ইতিহাস গড়ার হাতছানি। ১৯৫৫ সালের পর ইংলিশ ফুটবলে কোনো শিরোপা জেতা হয়নি নিউক্যাসলের। সে হিসেবে ৭০ বছর তারা একটি শিরোপাহীন ক্লাবটি। লিভারপুলকে ওয়েম্বলিতে হারাতে পারলে ৭০ বছরের আক্ষেপ ঘুচবে নিউক্যাসলের।

তবে নিউক্যাসলের বিপক্ষে মাঠে নামার আগে লিভারপুলের জন্য রয়েছে তিক্ত অভিজ্ঞতা। গত সপ্তাহের মাঝপথে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে পিএসজির কাছে টাইব্রেকারে ৪-১ গোলে হেরেছে অলরেডরা। ওই পরিস্থিতির উত্তরণ ঘটনোর জন্য লিভারপুলের জয় ভিন্ন কোনো চিন্তাই নেই।

এমনিতে প্রিমিয়ার লিগে ১৫ পয়েন্টে এগিয়ে রয়েছে অলরেডরা। যে কারণে বলা যায়, প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়নশিপ মোটামুটি নিশ্চিত। তেমনটা হলে লিভারপুল ২০তম প্রিমিয়ার শিরোপা জয়ের রেকর্ড গড়বে। ২০২০ সালের পর এটা হবে তাদের প্রিমিয়ার লিগ শিরোপা।

ইংলিশ লিগ (কারাবাও) কাপের বর্তমান চ্যাম্পিয়নও লিভারপুল। গত আসরে চেলসিকে হারিয়ে রেকর্ড ১০মবার এই টুর্নামেন্টের শিরোপা জিতেছিলো তারা।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।