ব্রাজিলিয়ান কোচ নিয়োগ দিলো বসুন্ধরা কিংস

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:৪৩ পিএম, ২৮ জুলাই ২০২৫

রোমানিয়ান ভ্যালেরি তিতেকে বিদায় করে দেওয়ার পর নতুন বিদেশি কোচ খুঁজছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের সাবেক চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। বেশ কয়েকজন কোচের সঙ্গে আলোচনার পর শেষ পর্যন্ত কিংস বেছে নিয়েছে একজন ব্রাজিলিয়ানকে। ৫৮ বছর বয়সী এই কোচের নাম সার্জিও ফারিয়াস।

৩৫ বছরের কোচিং অভিজ্ঞতা সার্জিও ফারিয়াসের। সর্বশেষ কাজ করেছেন কুয়েতের ক্লাব কাজমা এসসিতে। ১৯৯৩ সাল থেকে কোচিং ক্যারিয়ার শুরু করা এই ব্রাজিলিয়ানের নিজ দেশের অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-২০ দলের ডাগআউট সামলানোর অভিজ্ঞতাও আছে।

ব্রাজিলের ঐতিহ্যবাহী সান্তোস এফসি অনূর্ধ্ব-২০ দল, কাতারের শীর্ষ দল উম সালাল এসসি, আল খোর এফসি, চিনের গুয়াংজু সিটি ফুটবল ক্লাবের মতো দলকে কোচিং করিয়েছেন ফারিয়াস। অভিজ্ঞতা আছে সৌদি আরব, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মিশর, সংযুক্ত আরব আমিরাত, লিবিয়ার মতো দেশের শীর্ষ ক্লাব ফুটবলে কাজের।

১২ আগস্ট কাতারের দোহায় বসুন্ধরা কিংস এএফসি চ্যালেঞ্জ লিগের প্রিলিমিনারি রাউন্ডের ম্যাচে মুখোমুখি হবে সিরিয়ার দল আল-কারামাহ এফসির। সেই ম্যাচ দিয়েই শুরু হবে ফারিয়াসের বাংলাদেশ অধ্যায়।

আরআই/এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।