ঝিনাইদহ জেলা ফুটবল দলকে হারালো পাবনা জেলা পুলিশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বাগেরহাট
প্রকাশিত: ০৮:৫১ পিএম, ২৪ এপ্রিল ২০১৮

বাগেরহাট জেলা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত চতুর্থ শেখ আবু নাসের ফুটবল টুর্নামেন্টে মঙ্গলবারের খেলায় পাবনা জেলা পুলিশ একাদশ ফুটবল দল ৩-০ গোলে পরাজিত করেছে ঝিনাইদহ জেলা ফুটবল দলকে। এই জয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে তারা।

বাগেরহাট শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে খেলার দ্বিতীয়ার্ধের ১৩ মিনিটের সময় পাবনা জেলা পুলিশ একাদশ দলের মুন্না প্রথমটি এবং ১৬ ও ৩৯ মিনিটে দলের বিদেশি খেলোয়াড় আইকে একাই দুই গোল করেন।

খেলার শুরুতে বাগেরহাট জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি অমিত রায় ও বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সরদার সেলিম আহমেদ দু-দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন।

বুধবার স্বাগতিক বাগেরহাট জেলা ফুটবল দল প্রথম কোয়ার্টার ফাইনালে মোকাবেলা করবে চুয়াডাঙ্গা জেলা ফুটবল দলকে।

শওকত আলী বাবু/এমএমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।