আগুয়েরোর হ্যাটট্রিকের রেকর্ড, ম্যান সিটির বড় জয়

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:০৮ পিএম, ১৩ জানুয়ারি ২০২০

ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার রাতটিকে পুরোপুরি নিজের করে নিয়েছেন ম্যানচেস্টার সিটির আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরো। করেছেন হ্যাটট্রিক, হ্যাটট্রিকের রেকর্ড ও গোলের রেকর্ড। তার এমন নৈপুণ্যে বড় জয় পেয়েছে ম্যান সিটির।

অ্যাস্টন ভিলার মাঠে খেলতে গিএয় স্বাগতিকদের ৬-১ গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছে পেপ গার্দিওলার শিষ্যরা। আগুয়েরোর হ্যাটট্রিক ছাড়াও জোড়া গোল করেছেন রিয়াদ মাহরেজ, অন্য গোল এসেছে গ্যাব্রিয়েল হেসুসের পা থেকে।

নতুন বছরের প্রথম হ্যাটট্রিকটি প্রিমিয়ার লিগে আগুয়েরোর ১২তম। যা কি না টুর্নামেন্টের সর্বোচ্চ। তিনি ভেঙে দিয়েছেন অ্যালেন শিয়েরার করা ১১ হ্যাটট্রিকের রেকর্ড।

এছাড়া এ হ্যাটট্রিকের পর প্রিমিলার লিগে আর্জেন্টাইন তারকার মোট গোল এখন ১৭৭। যা কি না বিদেশি খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ। এতদিন ১৭৫ গোল নিয়ে শীর্ষে ছিলেন ফ্রান্সের থিয়েরি অরি।

ইপিএলে সবমিলিয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় আগুয়েরোর অবস্থান এখন যৌথভাবে চতুর্থ। তার সমান ১৭৭ গোল রয়েছে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের। আর শীর্ষ তিনে রয়েছেন অ্যালেন শিয়েরার (২৬০), ওয়েইন রুনি (২০৮) ও অ্যান্ডি কোল (১৮৭)।

রোববার রাতের ম্যাচে ম্যান সিটির গোল উৎসবের সূচনাটা করেছিলেন রিয়াদ মাহরেজ। ম্যাচের ১৮ ও ২৪ মিনিটে জোড়া গোল করে তিনিই জাগিয়েছিলেন হ্যাটট্রিকের সম্ভাবনা। কিন্তু পারেননি তা করতে।

পরে ২৮ মিনিটে নিজের হ্যাটট্রিকের প্রথম গোল করেন আগুয়েরো। আর প্রথমার্ধের অতিরিক্ত যোগ করা সময়ে স্কোরশিটে নাম তুলে ব্যবধান ৪-০ করেন ব্রাজিলিয়ান তরুণ গ্যাব্রিয়েল হেসুস।

দ্বিতীয়ার্ধে ফিরে ৫৭ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন হ্যাটট্রিক ম্যান। পরে ৮১ মিনিটে রিয়াদ মাহরেজের বাড়ানো বল ধরে নিজের হ্যাটট্রিকটি পূরণ করেন আগুয়েরো। ম্যাচের ৯১ মিনিটের সময় অ্যাস্টনের পক্ষে একটি গোল শোধ করেন আনওয়ার এল গাজি।

এই জয়ের পর লেস্টার সিটিকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের দুই নম্বরে উঠে এসেছে ম্যান সিটি। ২২ ম্যাচে ১৫ জয় ও ২ ড্রতে ৪৭ পয়েন্ট লিগ চ্যাম্পিয়নদের। সমান ম্যাচে লেস্টারের পয়েন্ট ৪৫। এক ম্যাচ কম খেলে শীর্ষে থাকা লিভারপুলের সংগ্রহ ৬১ পয়েন্ট।

এসএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।