করোনায় ফুটবল চালু রাখতে এএফসির ‘কোরিয়ান ফর্মুলা’

রফিকুল ইসলাম
রফিকুল ইসলাম রফিকুল ইসলাম , বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:২২ এএম, ২১ জুলাই ২০২০

এশিয়ার ৪৭ দেশের মধ্যে ৪৩টিতেই লিগ বন্ধ। করোনার কারণে তাজিকিস্তান, ভিয়েতনাম ও চাইনিজ তাইপে চলমান লিগ স্থগিত করেছিল। কিন্তু পুনরায় লিগ শুরু করেছে দেশ তিনটি। আর দক্ষিণ কোরিয়া মাস তিনেক পিছিয়ে নতুন মৌসুমের কে লিগ-১ শুরু করেছে ৮ মে।

দেশটির শীর্ষ এই লিগের সিডিউল ছিল ২৯ ফেব্রুয়ারি থেকে ৪ অক্টোবর। কোভিড-১৯ এর কারণে পিছিয়ে করা হয়েছে ৮ মে থেকে ৮ নভেম্বর ২০২০।

গত ২০ জুলাই পর্যন্ত দক্ষিণ কোরিয়ায় করোনাভাইরাসে মারা গেছেন ২৯৬ জন, আক্রান্ত ১৩৭৭১ জন। মহামারিতে আক্রান্ত দেশটির ফুটবল ফেডারেশন যে ফর্মুলায় স্বাস্থ্যবিধি মেনে এবং সফলভাবে লিগ চালিয়ে যাচ্ছে সেটা অনুকরণীয় মনে করছে এশিয়ান ফুটবলের অভিভাবক সংস্থা এএফসি।

দক্ষিণ কোরিয়া ফুটবল ফেডারেশনের লিগ চালানোর কৌশলে দৃষ্টি এএফসির। করোনার সময়ে কোরিয়ার কৌশলটাকে দাওয়াই হিসেবেই দেখা হচ্ছে। চারটি দেশে লিগ চললেও এএফসির দৃষ্টিতে দক্ষিণ কোরিয়ার লিগটাই সবচেয়ে সঠিক ও সুন্দরভাবে চলছে।

করোনাকালেও দক্ষিণ কোরিয়া কিভাবে ঠিকঠাক মতো লিগ চালিয়ে যাচ্ছে, সে প্রক্রিয়া অন্য দেশগুলোর ফুটবল কর্মকর্তাদের সামনে উপস্থাপনের উদ্যোগ নিয়েছে এএফসি। কোরিয়ান কৌশল পরীক্ষা-নিরীক্ষা করে অন্যান্য দেশে প্রয়োগ করা যায় কি না তা দেখবেন এএফসির কর্মকর্তারা। এএফসি মনে করছে ঘরোয়া ফুটবল শুরুটা জরুরী। কারণ অনেক দেশে স্থগিত লিগ পুনরায় মাঠে গড়ালেও এশিয়ায় সে সংখ্যাটা খুবই কম।

বিশ্ব স্বাস্থ্যসংস্থার সব নিয়মকানুন মেনে নিরাপদভাবে কে লিগ-১ চালিয়ে নেয়াটাকে উদাহরণ হিসেবে নিয়ে অন্য দেশগুলোকে তা অবহিত করতে যাচ্ছে এএফসি। সদস্য দেশগুলোকে দুইভাগে ভাগ করে আগস্টে দুটি ভার্চুয়াল সেমিনার করবে এশিয়ান ফুটবল কনফেডারেশন।

‘বেস্ট প্র্যাকটিস অ্যান্ড ফুটবল গাইডলাইনস ফর কোভিড-১৯’- এই শিরোনামে হবে সেমিনার। দুটি সেমিনারের একটি হবে ১১ আগস্ট বিকেল ৩ টায়। বাংলাদেশসহ ২৫ দেশের ২ জন করে এই সেমিনারে অংশ নেবেন। আরেক সেমিনারে অংশ নেবে এশিয়ার বাকি দেশগুলো।

১১ আগস্ট বিকেল ৩টার সেমিনারে অংশ নেবে- বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, মালদ্বীপ, ভুটান, আফগানিস্তান, ইরান, বাহরাইন, শ্রীলংকা, ইরাক, জর্ডান, কুয়েত, কিরগিজস্তান, লেবানন, ওমান, ফিলিস্তিন, কাতার, সৌদি আরব, সিরিয়া, ইয়েমেন, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও উজবেকিস্তান।

এ বিষয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘হ্যাঁ, এএফসি এই সেমিফনারের কথা ইতোমধ্যে আমাদের জানিয়েছে। ১১ আগস্ট বিকেল ৩টায় ২৫ দেশ নিয়ে যে সেমিনার হবে সেখানে আমরাও অংশ নেবো।’

বাফুফে সাধারণ সম্পাদক বলেছেন,‘দক্ষিণ কোরিয়ায় করোনাভাইরাস থাকা অবস্থায়ও তারা কিভাবে সবকিছু ঠিকঠাক রেখে লিগ চালাচ্ছে এএফসি তা নিয়েই অন্য দেশগুলোর সঙ্গে আলোচনা করবে। কোরিয়ান লিগের ক্লাবগুলোর অনুশীলন, আইসোলেশন, মাঠে প্রবেশ, দর্শক, মিডিয়া, নিরাপত্তাকর্মীসহ সংশ্লিষ্টদের স্বাস্থ্যঝুঁকি মুক্ত রেখে তাদের লিগ পরিচালনার কৌশলটা অন্য দেশগুলোকে অবহিত করবে এএফসি।’

আরআই/এসএএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।