৭৫ ভাগ ফুটবলার করোনা আক্রান্ত, কি করবে বাফুফে?

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:৫৭ পিএম, ০৭ আগস্ট ২০২০

১১ ফুটবলার করোনা পজিটিভ হওয়ার পর জাতীয় দলের ইংলিশ কোচ জেমি ডে বলেছিলেন,‘অনেক সময় আছে, আতঙ্কিত হওয়ার কিছু নেই।’ কিন্তু শুক্রবার সন্ধ্যার পর যখন আরও ৭ ফুটবলারের দেহে করোনা পজিটিভ হওয়ার খবর পেয়েছেন এই ইংরেজ কি আতঙ্কিত না হয়ে পারেন?

প্রথম দুই দিনের ২৪ জনের মধ্যে ১৮ জন করোনা পজিটিভ। কি বলবেন? প্রশ্নটি করতেই জেমি ডে বললেন, ‘হাউ কাম। এ অবস্থায় আমি কোনো মন্তব্য করতে চাই না। দেখতে হবে আগামী চার-পাঁচদিনে অবস্থাটা কি দাঁড়ায়। তখন আমরা আরও পরিষ্কার চিত্র পাবো।’

শনিবার ৭ সিনিয়র ফুটবলার রিপোর্ট করবেন। তাদের করোনা পরীক্ষার পর বোঝা যাবে, শেষ পর্যন্ত কয়জন করোনামুক্ত ফুটবলার থাকেন। তবে শুক্রবার পর্যন্ত ৭৫ ভাগ ফুটবলার করোনা পজিটিভ হলেও ক্যাম্প যথারীতি চলবে বলে জানিয়েছেন বাফুফে সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ।

যে খেলোয়াড়দের করোনা পজিটিভ হয়েছে, তাদের মধ্যে দুই জন আছেন পুুলিশের, একজন বাংলাদেশ বিমান বাহিনীর। তিনজনই নিজ সংস্থার অধীনে আইসোলেশনে আছেন।

বাকিরা আইসোলেশনে থাকবেন বাফুফের অধীনে। বাফুফের মেডিক্যাল কমিটি তাদের দেখাশুনা করবে। পজিটিভ হওয়া ফুটবলার ও অফিসিয়ালদের সোমবার আবার করোনা পরীক্ষা করা হবে।

আরআই/এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।