চতুর্থবারের মতো করোনা পজিটিভ জেমি ডে

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১১:৩০ এএম, ২৬ নভেম্বর ২০২০

টানা চতুর্থবারের মতো করোনা পজিটিভ হয়েছেন জাতীয় ফুটবল দলের ইংলিশ কোচ জেমি ডে। বুধবার করোনা পরীক্ষার স্যাম্পল দেন তিনি। আজ সকালে জাগো নিউজকে তিনি নিজেই জানিয়েছেন চতুর্থবার করোনা পজিটিভ হওয়ার কথা।

কাতারে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে যাওয়া বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিতে উতালা হয়ে আছেন জেমি ডে। এ কারণে বারবার করোনা টেস্ট করাচ্ছেন তিনি। কিন্তু চারবার পরীক্ষা করিয়েও নেগেটিভ রেজাল্ট আসেনি তার।

নেপালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচের আগে করোনা পজিটিভ হয়েছিলেন বাংলাদেশ দলের কোচ। যে কারণে নেপালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ডাগআউটে থাকতে পারেননি।

এরপর বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে বাংলাদেশ দল চলে যায় কাতারে। অথচ, কোচ জেমি ডে যেতে পারেননি তাদের সঙ্গে। সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিস দল নিয়ে কাতার যান ১৯ নভেম্বর। জেমি চেষ্টা করছেন ম্যাচের আগেই কাতার গিয়ে পৌঁছাতে। এতে করে বাংলাদেশ দলের ফুটবলাররা মানসিকভাবে চাঙ্গা হতে পারবেন হয়তো।

কিন্তু বারবার পরীক্ষার পরও নেগেটিভ হতে পারছেন না। জেমি ডে জাগো নিউজকে জানিয়েছেন, ‘রোববার আবার পরীক্ষা করাবেন। যদি নেগেটিভ রেজাল্ট আসেক, তাহলে কাতার গিয়ে দলের সঙ্গে যোগ দিতে পারবেন। না হয়, আর তার পক্ষে কাতার যাওয়া সম্ভব হবে না।’

আরআই/আইএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।