আরামবাগকে হারিয়ে আশা জাগালো উত্তর বারিধারা

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:০৭ পিএম, ২৬ ডিসেম্বর ২০২০

সাইফ স্পোর্টিং ক্লাবের কাছে ৩-০ গোলে হেরে ফেডারেশন কাপ শুরু করা উত্তর বারিধারা ক্লাব দ্বিতীয় ম্যাচেই দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে উত্তর বারিধারা ক্লাব ৩-২ গোলে হারিয়েছে আরামবাগ ক্রীড়া সংঘকে। প্রথমার্ধে ৩-১ গোলে এগিয়েছিল তারা।

২৪ মিনিটে অধিনায়ক সুমন রেজার গোলে এগিয়ে যায় উত্তর বারিধারা ক্লাব। ৬ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন সুজন। ৩৭ মিনিটে আরামবাগের নাইজেরিয়ান ফরোয়ার্ড চিজোবা গোল করে ব্যবধান কমিয়ে আনলেও ম্যাচে তারা ফিরতে পারেনি। বরং ৪৪ মিনিটে মিশরীয় ফরোয়ার্ড মোস্তাফার গোলে ব্যবধান বাড়িয়ে নেয় উত্তর বারিধারা ক্লাব।

৭৫ মিনিটে নাহিদ গোল করে আরামাগের ফিরে আসার সম্ভাবনা তৈরি করেছিল। কিন্তু সমতাসূচক গোল আর করতে করতে পারেনি প্রথম ম্যাচে ব্রাদার্সকে ২-০ গোলে হারানো দলটি। ৩-১ গোলে হেরে তারা গ্রæপে নিজেদেও শেষ ম্যাচের অপেক্ষায়, যেখানে প্রতিপক্ষ সাইফ স্পোর্টিং ক্লাব।

উত্তর বারিধারার জয়ে চার দলের গ্রুপের তিন দলের পয়েন্ট হলো ৩ করে। এই গ্রæপ থেকে কোন দুই দল কোয়ার্টার ফাইনালে উঠবে সেই সমীকরণ বেশ জমে উঠেছে। শনিবার রাতে সাইফ স্পোর্টিং ক্লাব আর ব্রাদার্সের ম্যাচের ফলাফল অবশ্য সমীকরণ কিছুটা পরিস্কার হবে।

আরআই/আইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।