‘দাদা ভাই উৎসব’ ফুটবলে শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে জিতলো শিবচর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৯:৫১ এএম, ১৩ জানুয়ারি ২০২২

মহান মুক্তিযুদ্ধের সংগঠক, মুক্তিযুদ্ধকালীন মুজিব বাহিনীর কোষাধ্যক্ষ সাবেক সংসদ সদস্য মরহুম ইলিয়াস আহমেদ চৌধুরীর (দাদা ভাই) স্মরণে ‘দাদা ভাই উৎসব’ উপলক্ষ্যে শিবচরে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এছাড়া লিটন চৌধুরী স্কয়ার সংলগ্ন ক্লাব মাঠে চলছে গ্রামীণ মেলা।

বুধবার পৌরসভার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত শ্বাসরুদ্ধকর ফুটবল ম্যাচে রাজশাহী কিশোর ফুটবল একাডেমিকে ট্রাইব্রেকারে ৪-৩ গোলে পরাজিত করে বিজয়ী হয় শিবচরের ইলিয়াস আহমেদ চৌধুরী স্মৃতি সংসদ একাদশ।

‘দাদা ভাই উৎসব’ ফুটবলে শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে জিতলো শিবচর

নির্ধারিত ৯০ মিনিটের খেলায় ১-১ গোলে ড্র হয়। পরে ট্রাইব্রেকারে দুই দলই ৩-৩ গোলে আবার ড্র করে। পরে আবারও ট্রাইব্রেকার করা হলে জয় পায় ইলিয়াস আহমেদ চৌধুরী স্মৃতি সংসদ। ম্যান অব দা ম্যাচ হন রাজশাহী কিশোর ফুটবল একাডেমির রাফাইল।

খেলা শেষে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা চেয়ারম্যান আঃ লতিফ মোল্লা, শিবচর পৌর মেয়র মোঃ আওলাদ হোসেন খান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি শাহজাহান মোল্লা, আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোসলেমউদ্দিন খান, ওসি মোঃ মিরাজ হোসেন, জেলা পরিষদ সদস্য শাহরিয়ার হাসান খান, উপজেলা যুবলীগ সভাপতি ইলিয়াস পাশা, সাধারণ সম্পাদক খায়রুজ্জামান খান প্রমুখ।

এ কে এম নাসিরুল হক/এসএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।