বাফুফের নির্বাহী কমিটি ছোট করতে বলেছে ফিফা

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:২৬ পিএম, ০৯ জানুয়ারি ২০২৩

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাহী কমিটি ছোট করার নির্দেশ দিয়েছে ফিফা। বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন বলেছেন, ‘আমাদের ফিফার সব নিয়ম-কানুন মেনে চলতে হয়। ফিফা বলেছে, আমাদের কাউন্সিলরের সংখ্যা কমাতে। সে সঙ্গে বাফুফের নির্বাহী কমিটিও ছোট করতে বলেছে।’

বাফুফের বর্তমান নির্বাহী কমিটি ২১ সদস্য বিশিষ্ট। এরমধ্যে একজন সভাপতি, একজন সিনিয়র সহসভাপতি, চারজন সহসভাপতি ও ১৫ জন সদস্য।

বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন বলেছেন, ‘ফিফা আমাদের কাউন্সিলরের সংখ্যা ১০০ এর নিচে নামিয়ে আনতে বলেছে এবং নির্বাহী কমিটি করতে বলেছে ১২ থেকে ১৪ জনের। এর মধ্যে সিনিয়র সহসভাপতি বাদ দিতে বলেছে এবং সহসভাপতি চারজন থেকে কমিয়ে তিনজন করতে বলেছে।’

২০২০ সালের সর্বশেষ নির্বাচনে বাফুফের কাউন্সিলর ছিলেন ১৪৮ জন। এর মধ্যে ভোটার ছিলেন ১৪১ জন। বাকি ৭ জন ছিলেন ননভোটিং কাউন্সিলর।

ফিফার এই নিদের্শনা মেনে কাউন্সিলর কমাতে এবং নির্বাহী কমিটি ছোট করতে হলে বাফুফেকে গঠনতন্ত্র সংশোধন করতে হবে। যদিও বাফুফে এখনো সে উদ্যোগ নেয়নি। সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ বলেছেন, ‘গঠনতন্ত্র সংশোধনের জন্য এখনো কোন কাজ শুরু করা হয়নি।’

আরআই/আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।