মদিনায় মালাউইকে রুখে দিয়েছে বাংলাদেশ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০১:৪৬ এএম, ১৬ মার্চ ২০২৩

সৌদি আরবের মদিনায় কন্ডিশনিং ক্যাম্প করছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এ মাসে সিলেটে অনুষ্ঠিতব্য সিশেলসের বিপক্ষে দুটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ সামনে রেখেই অনুশীলনের জন্য জামাল ভূঁইয়াদের মরুর দেশে পাঠিয়েছে বাফুফে। সেখানে বুধবার (১৫ মার্চ) রাতে বাংলাদেশ প্রস্তুতি ম্যাচ খেলেছে আফ্রিকার দেশ মালাউইর বিপক্ষে। ফিফা র‌্যাঙ্কিংয়ে ১২৪ নম্বরে থাকা দেশটির বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে হ্যাভিয়ের ক্যাবরেরার দল।

প্রথমার্ধ শেষ হয়েছিল গোলশূন্য ভাবে। ৭৫ মিনিটে গোল করে এগিয়ে গিয়েছিল মালাউই। বাংলাদেশ ম্যাচে সমতা আনে ৮৯ মিনিটে। গোল করেন বিশ্বনাথ ঘোষ।

jagonews24.com

ম্যাচটি ক্লোজ ডোর হওয়ায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন অফিশিয়ালি ফলাফল জানায়নি। তবে মালাউই ফুটবল অ্যাসোসিয়েশন তাদের অফিসিয়াল ফেসবুক পেজে খেলার ফলাফল প্রকাশ করেছে।

বাংলাদেশ এর আগে মদিনার একটি ক্লাব দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলে ১-১ গোলে ড্র করেছিল। ১৭ মার্চ বাংলাদেশ দলের দেশে ফিরে আসার কথা রয়েছে। দেশে এসেই দল সিলেট চলে যাবে।

আরআই/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।