চূড়ান্ত দলে এলিটা, সিলেটেই লাল-সবুজ জার্সিতে অভিষেক?

বাংলাদেশ জাতীয় দলের হয়ে ম্যাচ খেলা হয়ে গেছে নাইজেরিয়ার নাগরিকত্ব ত্যাগ করে বাংলাদেশি হওয়া এলিটা কিংসলের। তবে মদিনায় খেলা প্রস্তুতি ম্যাচ দুটি আন্তর্জাতিক ছিল না বলে কিংসলে এখনো আনুষ্ঠানিক অভিষেকের অপেক্ষায়। সে অপেক্ষা ঘোচানোর পথে আরেক ধাপ এগিয়ে গেলেন আবাহনীর এ ফরোয়ার্ড।
শনিবার সিশেলসের বিপক্ষে প্রথম ম্যাচের জন্য ২৩ সদস্যের যে চূড়ান্ত দল ঘোষণা করেছেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা সেই তালিকায় আছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম পর্বে স্থানীয়দের মধ্যে সর্বাধিক ৭ গোল করা এই ফরোয়ার্ড।
শনিবার বিকেল ৩টা ৪৫ মিনিটে সিলেট জেলা স্টেডিয়ামে সিশেলসের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ ২৮ মার্চ।
দুই দেশ এর আগে একবার মুখোমুখি হয়েছিল ২০২১ সালে শ্রীলংকায়। ওই ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল।
সিলেট জেলা স্টেডিয়ামে ৫০ টাকায় দেখা যাবে বাংলাদেশ ও সিশেলসের মধ্যকার ফিফা ফ্রেন্ডলি ম্যাচ। বিটিভি ওয়ার্ল্ড ও বেসরকারি টিভি চ্যানেল ম্যাচ দুটি সরাসরি সম্প্রচার করবে।
বাংলাদেশের চূড়ান্ত দল
আনিসুর রহমান জিকো, মিতুল মারমা, তারেক রায়হান কাজী, সাদ উদ্দিন, রিমন হোসাইন, বিশ্বনাথ ঘোষ, টুটুল হোসেন বাদশা, তপু বর্মণ, মাশুক মিয়া জনি, মো. সোহেল রানা, রাকিব হোসেন, সুমন রেজা, মতিন মিয়া, আলমগীর মোল্লা, রহমত মিয়া, সোহেল রানা, ফয়সাল আহমেদ ফাহিম, এলিটা কিংসলে, জামাল ভূঁইয়া, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, মজিবুর রহমান জনি, আমিনুর রহমান সজিব ও রবিউল হাসান।
আরআই/জেডএইচ/