তারিক কাজীর গোলে প্রথমার্ধে এগিয়ে বাংলাদেশ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৪:৫৩ পিএম, ২৫ মার্চ ২০২৩
ফাইল ছবি

সিলেট জেলা স্টেডিয়ামে চলছে বাংলাদেশ ও সিশেলসের মধ্যে ফিফা ফ্রেন্ডলি সিরিজের প্রথম ম্যাচ। ম্যাচে এখন মধ্যবিরতি। বাংলাদেশ ১-০ গোলে এগিয়ে থেকেই শুরু করবে দ্বিতীয়ার্ধের খেলা।

শুরু থেকে বাংলাদেশ প্রাধান্য নিয়ে খেললেও গোলের দেখা মিলছিল না। অবশেষে সেই কাঙ্খিত গোলটি আসে ৪৩ মিনিটে। বক্সের বাইরে জামাল ভূঁইয়ার নেওয়া ফ্রি-কিক ছিল লাল-সবুজ জার্সিধারীদের গোলের উৎস। জামালের ফ্রি-কিক হেডে ক্লিয়ার করতে চেয়েছিলেন সিশেলসের ডিফেন্ডার ব্র্যান্ডন মলে। কিন্তু বল চলে যায় বাংলাদেশ ডিফেন্ডার তারিক কাজীর কাছে। তিনি নিঁখুত হেডে বল জড়িয়ে দেন অতিথি দলটির জালে।

বাংলাদেশের জার্সিতে এ ম্যাচে অভিষেক হবে এমন প্রত্যাশায় নাইজেরিয়ার নাগরিকত্ব ত্যাগ করে বাংলাদেশি হওয়া এলিটা কিংসলে। তবে একাদশে তাকে রাখেননি স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা।

বাংলাদেশ একাদশ

আনিসুর রহমান জিকো, তারেক রায়হান কাজী, সাদ উদ্দিন, রিমন হোসাইন, তপু বর্মণ, মো. সোহেল রানা, রাকিব হোসেন, সোহেল রানা, জামাল ভূঁইয়া, মজিবুর রহমান জনি ও আমিনুর রহমান সজিব।

আরআই/আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।