মেসির নিষেধাজ্ঞা তুলে নিয়েছে পিএসজি!

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:১০ পিএম, ০৮ মে ২০২৩

ক্লাবের অনুমতি ছাড়া সৌদি আরব সফরে যাওয়ায় লিওনেল মেসির ওপর খেপেছিল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকাকে দুই সপ্তাহের জন্য নিষিদ্ধও করে ক্লাবটি।

গত ৩ মে (বুধবার) নিষিদ্ধ করা হয় মেসিকে। কথা ছিল, পরের দুই সপ্তাহ তিনি পিএসজির কোনো অনুশীলন বা খেলায় অংশ নিতে পারবেন না। তবে নিষেধাজ্ঞার পাঁচদিনের মাথায়ই অনুশীলনে দেখা গেলো আর্জেন্টাইন সুপারস্টাকে। যার অর্থ তার নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।

যদিও পিএসজির পক্ষ থেকে এ ব্যাপারে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। তবে সোমবার যেহেতু মেসি অনুশীলন করেছেন, তাই বোঝাই যাচ্ছে তার ওপর আর নিষেধাজ্ঞা নেই।

৩৫ বছর বয়সী এই কিংবদন্তি ফুটবলার সোমবার একাই তার অনুশীলন সেরেছেন। পিএসজির পুরো দল এদিন বিশ্রামে ছিল।

মেসির সৌদি সফরের পর পিএসজি এমনই কঠোর হয়ে গিয়েছিল, তার সঙ্গে আর চুক্তি নবায়ন করা হবে না বলে সিদ্ধান্ত নেয়। কিন্তু সাতবারের ব্যালন ডি'অরজয়ী তারকা এক ভিডিওবার্তায় ক্ষমা চাওয়ার পর বদলে গেছে দৃশ্যপট।

ফরাসি সংবাদমাধ্যম এল'ইকুইপে জানিয়েছে, মেসি ক্ষমা চাওয়ার কারণেই মন গলে গেছে পিএসজি কর্তাদের। ফলে তার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। পরিস্থিতির উন্নতি হলে মেসির সঙ্গে আবার নতুন করে চুক্তিতেও যেতে পারে পিএসজি।

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।