কিশোরীদের জেএফএ কাপে ৩৭ দল, ৬ ভেন্যু

শনিবার মাঠে গড়াচ্ছে মেয়েদের ফুটবল টুর্নামেন্ট জেএফএ কাপ অনূর্ধ্ব-১২ জাতীয় চ্যাম্পিয়নশিপ। ৩৭টি দল এবার ৬ ভেন্যুতে খেলবে টুর্নামেন্টে।
টুর্নামেন্ট উপলক্ষে বৃহস্পতিবার আয়োজিত সংবাদ সম্মেলনে বাফুফের নারী ফুটবল কমিটির চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ জানিয়েছেন এবার প্রথম পর্বের খেলা হবে মাগুরা, রাজশাহী, রংপুর, শেরপুর, ফেনী ও গোপালগঞ্জে।
নকআউট ভিত্তিতে ৪ জুন পর্যন্ত চলবে প্রথম পর্বের ম্যাচগুলো। ছয় ভেন্যুর চ্যাম্পিয়ন ছয় দল ও দুই সেরা রানার্সআপ খেলবে চূড়ান্ত পর্বে। ৭ জুন রাজশাহীতে শুরু হবে শিরোপা নির্ধারণী পর্বের খেলা। চূড়ান্ত পর্বে আট দল অংশ নেবে দুটি গ্রুপে ভাগ হয়ে।
দলগুলোর জন্য থাকছে অংশগ্রহণ ফি। প্রথম পর্বে অংশ নেওয়া প্রত্যেকটি দল পাবে ২৫ হাজার টাকা করে। আর আয়োজক আট জেলা পাবে ৩০ হাজার টাকা করে। প্রথম পর্বে জেতা দলগুলো পাবে পাঁচ হাজার টাকা। করোনা ও পরীক্ষার কারণে দল কমে গেছে এবার।
আরআই/এমএমআর/জেআইএম