নাইজেরিয়াকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১:১১ পিএম, ২৮ মে ২০২৩

প্রথম ম্যাচে ইতালির কাছে অপ্রত্যাশিত পরাজয়ের পর ব্রাজিল ভক্তরা শঙ্কায় পড়ে গিয়েছিলো, পরের দুই ম্যাচে না জানি কী হয়। কারণ, গ্রুপে আরও একটি শক্তিশালী দল ছিলো। নাইজেরিয়া। যারা প্রথম দুই ম্যাচেই জয় তুলে নিয়েছিলো।

তবে, সব শঙ্কা উড়িয়ে দিয়েছে নেইমার-ভিনিসিয়ুসদের উত্তরসূরিরা। আর্জেন্টিনায় চলমান অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে নাইজেরিয়াকে ২-০ গোলে হারিয়েছে সেলেসাওরা।

আগের ম্যাচে ডোমিনিকান প্রজাতন্ত্রকে ৬-০ গোলে হারিয়ে নিজেদের এগিয়ে রেখেছিলো ব্রাজিল। নাইজেরিয়াকে ২-০ গোলে হারানোর ফলে গ্রুপ চ্যাম্পিয়নই হয়ে গেলো তারা। যার ফলে গ্রুপ ‘ডি’ থেকে চ্যাম্পিয়ন হয়েই দ্বিতীয় রাউন্ডে উঠেছে নেইমারদের উত্তরসূরীরা।

এই গ্রুপ থেকে রানারআপ হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে ইতালি। সমান ৬ পয়েন্ট করে নিয়ে নাইজেরিয়া হয়েছে তৃতীয় এবং তারাও দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে। গ্রুপের শেষ ম্যাচে ডোমিনিকান রিপাবলিককে ৩-০ গোলে হারিয়েছে ইতালি।

লা প্লাতায় দিয়েগো আরমান্দো ম্যারাডোনা স্টেডিয়ামে মুখোমুখি হয় ব্রাজিল এবং নাইজেরিয়া। ম্যাচের প্রথমার্ধেই জয়ের কাজ সেরে নেয় ব্রাজিলিয়ান যুবারা। ম্যাচের ৪৩তম মিনিটে প্রথম গোল করেন জিন পেদ্রোসো। এ নিয়ে টুর্নামেন্টে দ্বিতীয় গোল করলেন তিনি। প্রথমার্ধের ইনজুরি সময়ে (৪৫+২) দ্বিতীয় গোল করেন মার্কুইনহোস।

দ্বিতীয় রাউন্ডে ব্রাজিল মাঠে নামবে ৩১ মে। তবে, তাদের প্রতিপক্ষ কে এখনও নির্ধারিত হয়নি। একইদিন দ্বিতীয় রাউন্ডের ম্যাচ খেলবে আর্জেন্টিনাও। তাদের প্রতিপক্ষও এখনও নির্ধারিত হয়নি।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।