মোহামেডানের বিপক্ষে প্রথমার্ধে ২ গোলে এগিয়ে আবাহনী

আবাহনী-মোহামেডানের হাড্ডাহাড্ডি লড়াই দেখতে যারা কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের গ্যালারিতে ঠাঁই নিয়েছেন, তারা ম্যাচের প্রথমার্ধে হতাশই হয়েছেন।
১৪ বছর পর দুই দল ফেডারেশন কাপ ফুটবলের ফাইনালে মুখোমুখি হয়েছে। এ ম্যাচ ঘিরে ফিরে এসেছিল সেই আশি-নব্বই দশরে ফুটবল ঘ্রাণ। তবে ম্যাচে সেই উত্তাপ সেভাবে তা ফুটে উঠেনি এখনো।
শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলা আবাহনী দারুণ সুবিধাজনক অবস্থানে থেকেই শেষ করেছে প্রথমার্ধ। ২-০ গোলের লিড, ম্যাচের ভাগ্য অনেকটাই ঝুলে গেছে আবাহনীর দিকে।
১৬ মিনিটে এমেকার ডিফেন্সভাঙ্গা পাস থেকে বা পায়ের প্লেসিংয়ে আবাহনীকে এগিয়ে দেন তরুণ ফরোয়ার্ড ফয়সাল আহমেদ ফাহিম। শুরুর দিকে গোল হজম করা মোহামেডান ম্যাচে ফিরতে মরিয়া হলেও উল্লো তারা দ্বিতীয় গোল খেয়ে বসে ৪৪ মিনিটে। এবার রিদয়ের লম্বা পাস থেকে দারুণ শটে গোল করেন রাশিয়া বিশ্বকাপে খেলা আবাহনী কোস্টারিকান ফরোয়ার্ড কলিন্দ্রেস।
আরআই/এমএমআর/এএসএম