৬ গোলের পর অতিরিক্ত সময়ে মোহামেডান-আবাহনী মহারণ

এরই নাম মোহামেডান-আবাহনী। দুই গোলে এগিয়ে বিরতিতে যাওয়া আবাহনী ম্যাচটি সহজে জিতে যাবে বলেই মনে হয়েছিল। কিন্তু প্রতিপক্ষ যেখানে চিরপ্রতিদ্বন্দ্বীরা, সেখানে কোনো কিছুই আগাম বলে দেওয়া যায় না। হয়েছেও তাই।
কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে দুই দলের ফেডারেশন কাপ ফুটবলের ফাইনালের নির্ধারিত ৯০ মিনিটে খেলা শেষ হয়েছে ৩-৩ গোলে। ম্যাচ গড়িয়েছে অতিরিক্ত সময়ে।
১৬ মিনিটে ফয়সাল আহমেদ ফাহিম ও ৪৪ মিনিটে কলিন্দ্রেসের গোলে এগিয়ে বিরতিতে গিয়েছিল আবাহনী। দ্বিতীয়ার্ধের ১১ মিনিটে মোহামেডানের সোলেমান দিয়াবাতে গোল করে জাগিয়ে তোলে মোহামেডান গ্যালারি।
এরপর ৬০ মিনিটে গোল করে ২-২ করেছিলেন তিনি। ৬৬ মিনিটে এমেকা গোল করলে ম্যাচ আবার ঝুঁকে পড়ে আবাহনীর দিকে। কে জানতেন সোলেমান দিয়েবাতে ম্যাচটাকে নিয়ে যাবেন অতিরিক্ত সময়ে!
৮৩ মিনিটে গোল করে সোলেমান বুঝিয়ে দিলেন কেন এই ম্যাচের আবেদন এত বেশি।
আরআই/এমএমআর/এএসএম