গ্যালারিতে বসে মৌসুমের শেষ ম্যাচে দলের জয় দেখলেন রোনালদো

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২:৫৭ পিএম, ০১ জুন ২০২৩

আগের ম্যাচে আল ইত্তিফাকের সঙ্গে ড্র করার পরই নিশ্চিত হয়ে যায়, এই মৌসুমে আর সৌদি প্রিমিয়ার লিগের শিরোপা জয় সম্ভব হবে না রোনালদোর ক্লাব আল নাসরের। আল ইত্তিহাদের ঘরেই উঠেছে সৌদি প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নশিপ ট্রফি। বছরে ২০০ মিলিয়ন ইউরোর বিনিময়ে আল নাসরে যোগ দেয়ার পর প্রথম মৌসুমেই শিরোপাশূন্য থাকতে হলো সিআর সেভেনকে।

শিরোপার লড়াই নিষ্পত্তি হয়ে ‍যাওয়ার কারণে মৌসুমের শেষ ম্যাচে আর মাঠেই নামেননি রোনালদো। গ্যালারিতে বসে দলের জয় দেখলেন তিনি। তার অনুপস্থিতিতে আল ফাতেহ-এর বিপক্ষে ৩-০ গোলের ব্যবধানে জয় পেয়েছে আল নাসর।

গত জানুয়ারিতে আল নাসরের হয়ে খেলার জন্য চুক্তিবদ্ধ হন সিআর সেভেন। এরপর ১৬ ম্যাচ খেলেছেন এবং গোল করেছেন ১৪টি।

তবে, শেষ ম্যাচে আল ফাতেহ-এর বিপক্ষে তার মাঠে না নামার কারণ হিসেবে তার ক্লাব আল নাসরের পক্ষ থেকে বলা হয়েছে, ‘চারদিন আগে পায়ের মাসলে আঘাত পেয়েছিলেন তিনি। এ কারণেই তাকে বিশ্রাম দেয়া হয়েছে।’

তবে, তার বিশ্রামের মূল কারণ ভিন্ন। রোনালদোর নিজের দেশ পর্তুগালের সামনে গুরুত্বপূর্ণ দুটি ম্যাচ রয়েছে। ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা এবং আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচ রয়েছে সিআর সেভেনের দেশের। এ কারণেই তাকে বিশ্রামে রাখা হয়েছে।

রোনালদোর অনুপস্থিতিতে আল নাসরের বড় তারকা বনে যান ব্রাজিলিয়ান অ্যান্ডারসন তালিসকা। তিনি নিজে দুটি গোল করেছেন এবং আরও একটি গোল করিয়েছেন। ম্যাচের ৪র্থ মিনিটে প্রথম গোল করেন অ্যান্ডারসন তালিসকা। ৬৬তম মিনিটে দ্বিতীয় গোল করেন তিনি এবং ৭২ মিনিটে মোহাম্মদ মারওয়ানের গোলেও অবদান রাখেন তালিসকা।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।