জামাল ভূঁইয়াদের কম্বোডিয়া যাওয়া হবে তো?

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:০০ পিএম, ০৭ জুন ২০২৩

সাফ চ্যাম্পিয়নশিপের আগে বাংলাদেশের একমাত্র প্রস্তুতি ম্যাচ কম্বোডিয়ার বিপক্ষে। ১৫ জুন নমপেনে হওয়ার কথা বাংলাদেশ-কম্বোডিয়ার ফিফা ফ্রেন্ডলি ম্যাচটি। তবে হঠাৎ করেই বাংলাদেশ দলের কম্বোডিয়া সফর নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

বাংলাদেশ দলের কম্বোডিয়া যাওয়ার কথা ১০ জুন। কিন্তু দলের সদস্যদের পাসপোর্ট ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনে। বুধবারও জাতীয় দলের ভারতের ভিসা হয়নি। আগামীকাল (বৃহস্পতিবার) ভিসা না হলে নির্ধারিত ১০ জুন জাতীয় ফুটবল দলের কম্বোডিয়া যাওয়া সম্ভব হবে না।

বাংলাদেশ দলের ম্যানেজার আমের খান বলেছেন, ‘ভিসার জন্য প্রয়োজনীয় কাগজ-পত্র সবই জমা দেওয়া হয়েছে। এখন আমরা তাকিয়ে আছি বৃহস্পতিবারের দিকে। ওই দিন ভিসা পেলে শনিবার আমার কম্বোডিয়া রওনা হতে পারবো। যদি বৃহস্পতিবার পাসপোর্ট না পাই তাহলে কম্বোডিয়া যাওয়া পেছাবে। আর বেশি বিলম্ব হলে কম্বোডিয়া সফর বাতিল করতে হবে।’

বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বলেছেন, ‘ভারতীয় হাইকমিশনে আমরা ভিসার জন্য পাসপোর্ট জমা দিয়েছি ৩১ মে। আশা করি, বৃহস্পতিবার দলের সবাই ভিসা পেয়ে যাবেন। তাহলে শনিবার দল কম্বোডিয়া যাবে। যদি ভিসা পেতে আরো বিলম্ব হয় তাহলে তো কম্বোডিয়া যাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হবে। কারণ, পাসপোর্ট হাতে না পেলেতো দল কম্বোডিয়া যেতে পারবে না।’

এদিকে জাতীয় দলে আবার ইনজুরি হানা দিয়েছে। মঙ্গলবার প্রস্তুতির দ্বিতীয় দিনে অনুশীলন শেষে পায়ের মাংসপেশিতে ব্যথা অনুভব করেন রাকিব হোসেন। দলের গুরুত্বপূর্ণ এই খেলোয়াড়ের ইনজুরি প্রসঙ্গে দলের ম্যনেজার আমের খান বলেন, ‘বুধবার অনুশীলন শেষে রাবিক পেশিতে ব্যথা অনুভবের কথা বললে ডাক্তারের পরামর্শে তা পরীক্ষা করতে দেওয়া হয়েছে। কারণ, ব্যথাটা কেন সেটা তো দেখতে হবে। রাকিব এখন পর্যবেক্ষণে আছে।’

আরআই/আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।