মেসিকে না পেয়ে যে বার্তা দিলো বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৪৩ পিএম, ০৮ জুন ২০২৩

শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছে বার্সেলোনা। ঘরের ছেলেকে ঘরে ফিরিয়ে আনার। এ জন্য ফাইনান্সিয়াল ভায়াবলিটি প্ল্যান লা লিগা কর্তৃপক্ষকে দিয়ে পাশও করিয়ে নিয়েছিলো। কিছু খেলোয়াড়কে ছেড়ে দেয়া, কারো কারো বেতন কমানোর কাজও শুরু করে দিয়েছিলো তারা।

কিন্তু শেষ পর্যন্ত পারেনি মেসিকে ফিরিয়ে আনতে। পিএসজি ছেড়ে মেসি এখন যুক্তরাষ্ট্রের বিমানে ওঠার অপেক্ষায়। যুক্তরাষ্ট্রের ফুটবল লিগ এমএলএস-এর ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দিয়েছেন মেসি। তিনি নিজে এ ঘোষণা দিয়েছেন। জানিয়েছেন, ‘ইন্টার মিয়ামিতেই যোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। বার্সায় যেতে চেয়েছি। কিন্তু সেখানে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা ২০২১ সালে বার্সা ছাড়ার সময় হয়েছিলো। আমি চাই নাই আবারও তেমন একটা পরিস্থিতিতে পড়তে। যে কারণে ইন্টার মিয়ামিতে যাওয়াটাকেই বেছে নিয়েছি।

মেসির সিদ্ধান্তের পর এ নিয়ে নিজেদের মতামত প্রকাশ করেছে বার্সেলোনা। এ নিয়ে বিবৃতি দিয়েছেন বার্সা। সেখানে বলা হয়েছে, ‘৫ জুন সোমবারই মেসির বাবা হোর্হে মেসি বার্সা সভাপতি হুয়ান লাপোর্তাকে এই ফুটবলারের ইন্টার মিয়ামি ক্লাবে খেলতে যাওয়ার সিদ্ধান্তের বিষয়ে অবহিত করেন। অথচ, বার্সেলোনার পক্ষ থেকে মেসির সামনে একটি প্রস্তাব তুলে ধরা হয়েছিলো। দুই পক্ষের চাওয়া অনুসারেই সিদ্ধান্ত হয়েছিলো আবারও ব্লুগরানাদের জার্সি পরবেন লিওনেল মেসি।’

‘প্রেসিডেন্ট লাপোর্তা বুঝতে পেরেছেন এবং মেসির সিদ্ধান্তকেই সম্মান জানাচ্ছেন। তিনি এমন একটি লিগে প্রতিযোগিতা করতে যাচ্ছেন, যেটার চাহিদা কম। একই সঙ্গে মেসি চান স্পটলাইট থেকে দুরে থাকতে এবং গত কয়েক বছর যে চাপ নিচ্ছেন, তা থেকে একটু মুক্তি পেতে।’

‘বার্সেলোনা প্রেসিডেন্ট লাপোর্তা এবং হোর্হে মেসি (মেসির বাবা) একই সঙ্গে একমত হয়েছেন যে, তারা উভয়ে যেসব খেলোয়াড় বার্সেলোনাকে ভালোবাসে তাদেরকে সমর্থকদেরা যেন বিদায়ী সম্ভাষন জানাতে পারেন, সে ব্যবস্থা করার জন্য।’

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।