কাটলো অনিশ্চয়তা, কম্বোডিয়া হয়েই বেঙ্গালুরু যাবেন জামাল ভূঁইয়ারা

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১০:৪৮ পিএম, ০৮ জুন ২০২৩

জাতীয় ফুটবল দলের কম্বোডিয়া সফর নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা কেটে গেছে। বৃহস্পতিবার রাতে জাতীয় ফুটবল দলের সদস্যরা ভারতীয় ভিসা সেন্টার থেকে পাসপোর্ট সংগ্রহ করেছেন।

৩০ ফুটবলারের ভিসার আবেদন করা হলেও বৃহস্পতিবার পাসপোর্ট পাননি বিশ্বনাথ ঘোষ ও ঈসা ফয়সাল। দলনেতা শওকত আলী খান জাহাঙ্গীরও বৃহস্পতিবার পাসপোর্ট পাননি। রোববার তাদের পাসপোর্ট পাওয়া যেতে পারে বলে বলেছেন দলের ম্যানেজার আমের খান।

আগামীকাল (শুক্রবার) গভীর রাতে ২৩ ফুটবলার নিয়ে কম্বোডিয়া রওয়ানা দেবেন প্রধান কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। আগামী ১৫ জুন কম্বোডিয়ার নমপেনে বাংলাদেশ ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে স্বাগতিকদের বিপক্ষে। পরের দিনই দল চলে যাবে ভারতের বেঙ্গালুরুতে। ২১ জুন শুরু হবে সাফ চ্যাম্পিয়নশিপ।

ফুটবল দলের কম্বোডিয়া সফর নিশ্চিত হওয়ার পর বাফুফে আগামীকাল (শুক্রবার) বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে। যেখানে সাফের প্রস্তুতি নিয়ে কথা বলবেন কোচ। সেই সঙ্গে ঘোষণা করবেন ২৩ জনের চূড়ান্ত দল।

আরআই/এমএমআর/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।