সৌদি যাওয়ার খবরেও গোল করলেন সালাহ

শেষ মুহূর্তে জোড়া গোলে ম্যানইউকে হারালো আর্সেনাল

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪:৫০ পিএম, ০৪ সেপ্টেম্বর ২০২৩

২৭ এবং ২৮ মিনিটে পরপর দুটি গোল। দুই গোলই করেছে ম্যানচেস্টার ইউনাইটেড এবং আর্সেনাল। ১-১ গোলের সমতায় ম্যাচ চলেছে সমান্তরাল। যেন দুটি ট্রেনলাইন, এক হওয়ার সম্ভবনা নেই। কিংবা একটি পিছিয়ে, একটি এগিয়েও যাওয়ার সম্ভাবনা নেই।

কিন্তু ম্যাচ শেষ হওয়ার খানিক আগ মুহূর্তে, বিশেষ করে ইনজুরি সময়ে গিয়ে আচমকা দুটি গোল করে বসলো আর্সেনাল। তাতেই ম্যানচেস্টার ইউনাইটেডের মত দলের বিপক্ষে ৩-১ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছে গানাররা।

অন্যদিকে লিভারপুল ছেড়ে সৌদি ক্লাব আল ইত্তিহাদে যোগ দেয়ার গুঞ্জন চলছে মিশরীয় তারকা মোহাম্মদ সালাহকে নিয়ে। এরই মধ্যে অ্যাস্টনভিলার বিপক্ষে মাঠে নামলেন তিনি এবং গোলও করলেন। সে সঙ্গে বুঝিয়ে দিলেন তিনি কতটা প্রয়োজনীয় লিভারপুলের কাছে। সালাহর গোলে ৩-০ ব্যবধানে অ্যাস্টন ভিলাকে হারিয়েছে লিভারপুল।

Liverpool

আর্সেনাল নিজেদের মাঠে ম্যানইউর বিপক্ষে প্রথমেই গোল হজম করে। ২৭তম মিনিটে গোল করেন মার্কাস রাশফোর্ড। কিন্তু লিড ধরে রাখতে পারেনি ম্যানইউ। পরের মিনিটেই গোল করে আর্সেনালকে সমতায় ফেরান মার্টিন ওডেগার্ড।

এরপর আর গোলের কোনো নাম নেই। ১-১ ব্যবধানেই ম্যাচ শেষ হওয়ার দিকে এগিয়ে যাচ্ছিলো। কিন্তু ম্যাচ শেষ হওয়ার খানিক আগে, অতিরিক্ত সময়ে গিয়ে গোল করলেন ডেকলান রাইস। ৯০+৬ মিনিটের মাথায় তার গোলে এগিয়ে যায় আর্সেনাল। এরপর ৯০+১১ মিনিটে আর্সেনালের হয়ে শেষ গোলটি করেন ব্রাজিল তারকা গ্যাব্রিয়েল হেসুস।

এই জয়ে ৪ ম্যাচ শেষে ১০ পয়েন্ট নিয়ে আর্সেনাল রয়েছে ৫ নম্বরে। যদিও সমান ম্যাচে ১০ করে পয়েন্ট রয়েছে টটেনহ্যাম, লিভারপুল এবং ওয়েস্টহ্যাম ইউনাইটেডের। ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ম্যানইউ রয়েছে ১১তম স্থানে। ৪ ম্যাচে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানসিটি।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।