আত্মঘাতী গোলের হার দিয়ে এশিয়াড শুরু বাংলাদেশের

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৫:২৮ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২৩

বরাবরের মতোই এশিয়ান গেমসের শুরুটা ভালো হলো না বাংলাদেশের। মঙ্গলবার চীনের হাংজুতে ফুটবল দিয়ে গেমসের সূচনা করেছে লাল-সবুজবাহিনী। তবে সূচনাটা মিয়ানমারের কাছে হার দিয়ে। হাংজুর জিয়াওশান স্পোর্টস সেন্টারে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ আত্মঘাতী গোলে হেরেছে ১-০ ব্যবধানে।

এ ম্যাচ থেকে বাংলাদেশ অন্তত একটি পয়েন্ট পেতে পারতো। পারেনি আত্মঘাতী গোল হওয়ায় এবং প্রতিপক্ষ ১০ জনের দলে পরিণত হওয়ার পরও সুযোগ কাজে লাগাতে না পারায়।

প্রথমার্ধে সুযোগ এসেছিল বাংলাদেশের সামনে। কাজে আসেনি ফয়সাল আহমেদ ফাহিমের শট অল্পের জন্য পোস্টের বাইরে দিয়ে যাওয়ায়।
বিরতির পর বাংলাদেশ সুযোগ বেশি পেয়েছিল। তবে মিয়ানমারের গোলকিপার বাংলাদেশকে গোল পেতে দেননি।

৬১ মিনিটে রবিউলের ফ্রি-কিক প্রতিহত করেন মিয়ানমারের গোলরক্ষক। ৬৭ মিনিটে বাংলাদেশ আত্মঘাতী গোল থেকে পিছিয়ে পড়ে। ক্রস থেকে বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে জড়িয়ে দেন মুরাদ হাসান।

৭৫ মিনিটে মিয়ানমারের এক ডিফেন্ডার লালকার্ড পেলে ১০ জনের দলে পরিণত হয়। বাংলাদেশ ১৫ মিনিট একজন বেশি নিয়ে খেলেও ম্যাচে ফিরতে পারেনি। বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ২১ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে।

আরআই/আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।