১০ জন নিয়েও ছয়ে ৬ ম্যানসিটিরই
প্রিমিয়ার লিগে টানা ৬ ম্যাচে জয় তুলে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। আজ (শনিবার) তারা ২-০ গোলে হারিয়েছে নটিংহ্যাম ফরেস্টকে।
শনিবার ইতিহাদ স্টেডিয়ামে সফরকারীদের বিপক্ষে খেলতে নেমে দ্বিতীয়ার্ধের শুরুতেই (৪৬তম মিনিটে) লালকার্ড দেখার তিক্ত স্বাদ পান মিডফিল্ডার স্প্যানিশ তারকা রদ্রি। দশ জনের দল নিয়ে শেষ পর্যন্ত পূর্ণ ৩ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে পেরেছে পেপ গার্দিওলার শিষ্যরা।
নটিংহ্যামের বিপক্ষে খেলতে নেমে শুরুতেই এগিয়ে যায় স্কাই ব্লুজরা। ম্যাচের ৭ম মিনিটে পেনাল্টি এরিয়া থেকে বাম পায়ের শটে সিটিকে এগিয়ে দেন পিল ফোডেন। ১৪ তম মিনিটে ম্যাথ্যু হানসের ক্রস থেকে হেড করে ব্যবধান দ্বিগুণ করেন আর্লিং হালান্ড।
প্রথমার্ধের বাকি সময়ে কয়েক দফা আক্রমণ করেও সফলতা পাননি আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ। তখনও রক্ষণাত্মক ভঙ্গিতেই খেলছে নটিংহ্যাম। ফলে ২-০ ব্যবধান নিয়েই শেষ হয় প্রথমার্ধের খেলা।
দ্বিতীয়ার্ধে খেলতে নেমেই উগ্র আচরণের অপরাধে রদ্রিকে লালকার্ড দেখান রেফারি। সিটির ১০ জনের বিপক্ষে এবার যেন পুরোপুরি আক্রমণাত্মক হয়ে উঠে নটিংহ্যামের ফুটবলাররা। সিটির গোলপোস্টে করেন কয়েক দফা আক্রমণ করে তারা। তবুও দ্য রেডসদের বল যেন সিটির জালে জড়াতে নারাজ।
ম্যাচে রেফারিকে মোট ১০ বার হলুদকার্ড বের করতে হয়েছে। নটিংহাম হলুদকার্ড দেখেছে ৭ বার । অপরদিকে ম্যানসিটি হলুদকার্ড দেখেছে ৩বার। একটি ছিল লাল কার্ড।
এবারের মৌসুমে ৬ ম্যাচ খেলে ৬টিতেই জয় পেয়েছে পেপ গার্দিওলার দল। ১৮ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে তারা। অপরদিকে ৬ ম্যাচ খেলে নটিংহ্যামের জয় ২টিতে, হার ৩টিতে, ড্র করেছে ১টি ম্যাচ। ৭ পয়েন্ট নিয়ে টেবিলের ১১তম অবস্থান দখল করেছে তারা।
আইএইচএস/