ক্রিস্টালকে হারিয়ে কারাবাও কাপের চতুর্থ রাউন্ডে ম্যানইউ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:৩৪ এএম, ২৭ সেপ্টেম্বর ২০২৩

কারাবাও কাপের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানইউ। শিরোপা ধরে রাখার লড়াইয়ে মঙ্গলবার প্রথম মাঠে নেমেছিলো তারা। প্রিমিয়ার লিগের প্রতিদ্বন্দ্বী ক্রিস্টাল প্যালেসকে ৩-০ গোলে হারিয়ে চতুর্থ রাউন্ডে উঠে গেলো তারা। সে সঙ্গে শিরোপা ধরে রাখার পথে যাত্রাটাও শুভ হলো ম্যানইউর।

ব্রাজিলিয়াম মিডফিল্ডার ক্যাসেমিরো একটি গোল নিজে করলেন এবং অন্য একটি গোল করালেন, তাতেই এলো দুর্দান্ত এই জয়টি। ম্যানইউর হয়ে ক্যাসেমিরো ছাড়াও গোল পেয়েছেন আলেহান্দ্রো গার্নাচো এবং অ্যান্থোনি মার্শাল।

ম্যাচের ১৯তম মিনিটেই গোলরক্ষককে হারায় ক্রিস্টাল প্যালেস। আগস্টেই ম্যানইউ থেকে ডিন হেন্ডারসনকে কিনেছিলো ক্রিস্টাল। লম্বা একটি গোল কিক নিতে গিয়েই ডান পায়ে টান লেগেছিলো তার। এরপর আর তাকে উঠে দাঁড়াতে দেখা যায়নি। তার পরিবর্তে মাঠে নামেন স্যাম জনস্টন। তিনিও ম্যানইউ একাডেমি থেকে একজন গ্র্যাডুয়েট।

গোলরক্ষক পরিবর্তনের সঙ্গে ক্রিস্টাল প্যালেসেরও যেন ভাগ্য পরিবর্তন হয়ে যায়। ২১তম মিনিটেই গোল করে বসেন আলেহান্দ্রো গার্নাচো। দিয়েগো দালতের কাট ব্যাক থেকে বল পেয়ে দারুণ শটে ক্রিস্টালের জালে বল জড়ান গার্নাচো।

ম্যাচের ২৭তম মিনিটে ব্রাজিলিয়ান মিডফিল্ডার ক্যাসেমিরো দ্বিতীয় গোল করেন। তার এই গোলটি ছিল চোখ ধাঁধানো। ম্যাসন মাউন্টের কর্নার কিক থেকে ভেসে আসা বলে অসাধারণ হেড নেন ক্যাসেমিরো। ৫৫তম মিনিটে অ্যান্থোনি মার্শালের গোলের জোগান দেন ক্যাসেমিরো।

আগামী শনিবার আবারও মুখোমুখি হবে ম্যানইউ এবং ক্রিস্টাল প্যালেস। ওল্ড ট্র্যাফোর্ডে এই ম্যাচটি হবে ইংলিশ প্রিমিয়ার লিগের।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।