ফুটবলময় সেপ্টেম্বর
২৭ দিনে ২১ আন্তর্জাতিক ম্যাচ, দুটি জয়
আন্তর্জাতিক ফুটবলে ব্যস্ত এক মাস পার করলো বাংলাদেশ। বয়সভিত্তিক, অলিম্পিক দল, ক্লাব ও নারী-পুরুষ জাতীয় দল মিলে এই সেপ্টেম্বরে বাংলাদেশের ফুটবলাররা খেলেছেন ২১ ম্যাচ। এর মধ্যে ১৯ ম্যাচই ছিলো দেশের বাইরে। বাংলাদেশের ইতিহাসে আন্তর্জাতিক ফুটবলে এত ব্যস্ত মাস আগে কখনো এসেছিল কি?
দেশের বাইরে বাংলাদেশের ফুটবলারদের পদচারণা ছিল চীন, থাইল্যান্ড, মালদ্বীপ, ভুটান, ভিয়েতনাম ও নেপালে। ৭ শহরে বাংলাদেশের ৮ টি দল অংশ নিয়েছে বিভিন্ন প্রতিযোগিতায়। যদিও ব্যস্ত এই মাস সুখকর ছিল না। সব জায়গা থেকেই এসেছে একের পর এক হারের খবর।
২১ ম্যাচের মধ্যে মাত্র দুটি জয়ের খবর দিতে পেরেছিল ভুটানের থিম্পু থেকে অনূর্ধ্ব-১৬ দল। এর বাইরে ১৯ ম্যাচের মধ্যে চার ড্র এবং ১৫ হার।
এ মাসে বাংলাদেশের ফুটবলারদের ব্যস্ততা শুরু হয় ২ সেপ্টেম্বর ভুটানের থিম্পুতে সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে। শুরুটা ছিল হার দিয়ে। ভারতের বিপক্ষে বাংলাদেশ হেরেছিল ১-০ গোলে।

পরে বাংলাদেশ ৪ সেপ্টেম্বর নেপালকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ওঠে বাংলাদেশ। ৮ সেপ্টেম্বর সেমিফাইনালে পাকিস্তানকে ২-০ গোলে হারিয়ে ওঠে ফাইনালে। ১০ সেপ্টেম্বর ফাইনালে আবার ভারতের মুখোমুখি হয়ে হারে ২-০ গোলে।
ভুটানের কিশোরদের এই টুর্নামেন্ট চলাকালীন ঘরের মাঠে দুটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলে বাংলাদেশ দুটিই ড্র করে আফগানিস্তানের বিপক্ষে। রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় ৩ সেপ্টেম্বর প্রথম ম্যাচ গোলশূন্য ও ৭ সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচ ১-১ গোলে ড্র হয়।
৬, ৯ ও ১২ সেপ্টেম্বর থাইল্যান্ডের চনবুরিতে বাংলাদেশ খেলেছে এশিয়ান কাপ অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বের ম্যাচ। বাংলাদেশ হেরেছে ২-০ গোলে মালয়েশিয়ার কাছে, ৩-০ গোলে থাইল্যান্ডের কাছে ও ১-০ গোলে ফিলিপাইনের কাছে।
২০ থেকে ২৪ সেপ্টেম্বর ভিয়েতনামের হ্যানয়ে হয়েছে এএফসি নারী অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডের খেলা। বাংলাদেশের মেয়েরা হেরেছে তিন ম্যাচেই। স্বাগতিক ভিয়েতনামের কাছে ২-০, ফিলিপাইনের কাছে ৩-১ ও অস্ট্রেলিয়ার কাছে ৪-০ গোলে হেরে বিদায় নেয় বাংলাদেশ।

নেপালের কাঠমান্ডুতে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে বাংলাদেশের যুবারা। গ্রুপের দুই ম্যাচের দুটি হেরেই বিদায় নিয়েছে।
২১ সেপ্টেম্বর প্রথম ম্যাচে ভারতের কাছে হেরেছিল ৩-০ গোলে। ২৩ সেপ্টেম্বর টিকে থাকার ম্যাচে ভুটানের বিপক্ষে ২ গোলে লিড নিয়ে ম্যাচ হারে ৪-৩ ব্যবধানে।
অলিম্পিক ফুটবল দল চীনের হাংজুতে অনুষ্ঠিত এশিয়ান গেমসে গ্রুপের ৩ ম্যাচের দুটি হেরে একটি ড্র করেছে। ১৯ সেপ্টেম্বর প্রথম ম্যাচে মিয়ানমারের কাছে আত্মঘাতী গোলে হারের পর ২১ সেপ্টেম্বর ভারতের কাছে হারে পেনাল্টি গোলে। শেষ ম্যাচ বাংলাদেশ চমক দেখায় শক্তিশালী চীনকে গোলশূন্য রুখে দিয়ে।
এশিয়ান গেমেস এই প্রথম অংশ নিয়েছিল বাংলাদেশ নারী ফুটবল দল। পুরুষদের মতো নারীরাও গ্রুপের তিন ম্যাচের প্রথম দুটি হেরে শেষটা ড্র করেছে।

২২ সেপ্টেম্বর প্রথম ম্যাচে গেমসের বর্তমান চ্যাম্পিয়ন ও বিশ্বকাপের সাবেক চ্যাম্পিয়ন জাপানের কাছে ৮-০ ও ২৫ সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচে সর্বশেষ বিশ্বকাপে অভিষেক হওয়া ভিয়েতনামের কাছে ৬-১ গোলে হারে বাংলাদেশ। শেষ ম্যাচে লিড নিয়েও নেপালের বিপক্ষে ১-১ গোলে ড্র করে বাংলাদেশ।
১৯ সেপ্টেম্বর মালদ্বীপে এএফসি কাপের ম্যাচে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের টানা চারবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। মালেতে অনুষ্ঠিত ম্যাচে কিংস ৩-১ গোলে হেরেছে স্বাগতিক মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবের কাছে।
এই মাসে বাংলাদেশের ফুটবলের জন্য অশনি বার্তা দিয়েছে বয়সভিত্তিক তিনটি দল। অনূর্ধ্ব-১৯, অনূর্ধ্ব-২৩ ও নারী অনূর্ধ্ব-১৭ দলের পারফরম্যান্স অত্যন্ত হতাশার। বাংলাদেশ ফুটবলের বড় ভরসা বয়সভিত্তিক দলগুলো। কিন্তু এ মাসে চারটি বয়সভিত্তিক দল ১২ ম্যাচ খেলে জিতেছে মাত্র দুটি।
আরআই/এমএমআর/এমএস