ভেনেজুয়েলাকে ৫ গোল দিয়ে কোয়ার্টারে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:১৪ পিএম, ২১ নভেম্বর ২০২৩

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে হার দিয়ে শুরু হয়েছিল আর্জেন্টিনার। তবে এরপর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ম্যারাডোনা-মেসির উত্তরসূরীরা। টানা দুই ম্যাচ জিতে তারা নাম লেখায় শেষ ষোলতে।

ইন্দোনেশিয়ার জালাক হারুপাথ স্টেডিয়ামে আজ (মঙ্গলবার) শেষ ষোলর লড়াইয়ে আর্জেন্টিনা উড়িয়ে দিয়েছে ভেনেজুয়েলাকে। ৫-০ গোলের বিশাল জয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে আলবিসেলেস্তেরা।

প্রথমার্ধে ৩-০ গোলে পিছিয়ে পড়া ভেনেজুয়েলা দ্বিতীয়ার্ধে ৬৯ মিনিটের মাথায় বড় ধাক্কা খায় ইবালা রিভাস লালকার্ড দেখলে। দশজনের দলকে এরপর আরও দুই গোল দেয় আর্জেন্টিনা।

বল দখল কিংবা আক্রমণ-ম্যাচে সবদিক থেকেই এগিয়ে ছিল আর্জেন্টিনা। ১৫ মিনিটে ভেনেজুয়েলা পিছিয়ে পড়ে বালবো ভিয়েরার আত্মঘাতী গোলে। ২২ মিনিটে সান্তিয়াগো লোপেজ আর ৩২ মিনিটে ক্লদিও একেভেরি গোল করে ব্যবধান ৩-০ করেন।

৬৯ মিনিটে দশজনের দল হয়ে যাওয়া ভেনেজুয়েলাকে আরও দুই গোল দিয়েছেন অগাস্টিন ফ্যাবিয়ান রবার্তো। ৭০ মিনিটে পেনাল্টি থেকে তিনি ৪-০ করেন, ৭৮ মিনিটে তারই গোলে ৫-০ করে আর্জেন্টিনা।

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।