ব্রাজিলিয়ান তারকার জোড়া গোল, শীর্ষে রিয়াল
ব্রাজিলিয়ান তারকা রদ্রিগোর জোড়া গোল এবং ইংলিশ তারকা জুদ বেলিংহ্যামের এক গোলে ক্যাদিজের মাঠে গিয়ে ৩-০ ব্যবধানে জয় নিয়ে ঘরে ফিরেছে স্প্যানিশ তারকা রিয়াল মাদ্রিদ। এই জয়ে স্প্যানিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে আপাতত শীর্ষে উঠে গেছে কার্লো আনচেলত্তির শিষ্যরা।
স্প্যানিশ লা লিগায় পয়েন্ট টেবিলে রিয়াল মাদ্রিদের সঙ্গে তুমুল লড়াই চলছে জিরোনার। ক্যাদিজের বিপক্ষে ম্যাচটির আগে রিয়াল ছিল দ্বিতীয় স্থানে এবং জিরোনাই ছিল শীর্ষে। ক্যাদিজকে ‘আপাতত’ শীর্ষে উঠেছে রিয়াল।
কারণ, ১৪ ম্যাচে লজ ব্লাঙ্কোজদের পয়েন্ট ৩৫। ১৩ ম্যাচে জিরোনার পয়েন্ট ৩৪। পরের ম্যাচেই আবার রিয়ালকে পেছনে ফেলার সম্ভাবনা রয়েছে জিরোনার। কারণ, আজই অ্যাথলেটিকো বিলবাওয়ের বিপক্ষে মাঠে নামবে তারা ৩১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে বার্সা। রায়ো ভায়োকানোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছিলো তারা। সমান পয়েন্ট নিয়ে (গোল ব্যবধানে এগিয়ে থেকে) অ্যাটলেটিকো মাদ্রিদ রয়েছে তৃতীয় স্থানে।’
ম্যাচের ১৪ মিনিটের সময় প্রথম এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। ব্রাজিল তারকা রদ্রিগো বক্সের মধ্যে বল পেয়ে ডিফেন্ডারকে কাটিয়ে ডান কর্নার বরাবর দুর্দান্ত একটি শট নেন। চোখের পলকে কাদিজের জালে জড়িয়ে যায় বলটি।
ম্যাচের ৬৪তম মিনিটে ব্রাজিলিয়ান এই তারকা তার দ্বিতীয় গোলের দেখা পান। বক্সের মধ্যে ফাঁকায় বল পেয়ে আরেকটি দুর্দান্ত শট নেন তিনি। ১০ মিনিট পরই জুদ বেলিংহ্যাম গোল করে রিয়ালের জয় নিশ্চিত করেন। এ নিয়ে চলতি মৌসুমে স্প্যানিশ লিগে ১১তম গোল করলেন এই ইংলিশ তারকা।
একের পর এক ইনজুরিতে জর্জরিত রিয়াল মাদ্রিদ। যে কারণে, দলকে উদ্বুদ্ধ করার আপ্রাণ চেষ্টা কোচ আনচেলত্তির। তিনি বলেন, ‘মাঝে মাঝে কঠিন কোনো কিছু মোটিভেশনের কাজে লাগে। খেলোয়াড়রাও এটা বোঝে। যারা অনুপস্থিত, তারা দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তাদের অনুপস্থিতিতে আমরা বিষয়টা খুবই দুর্দান্তভাবে কাজে লাগাতে সক্ষম হচ্ছি।’
আইএইচএস/