৮ ফুটবলার ইনজুরিতে, দল সাজাতেই হিমশিম রিয়াল কোচের

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:৫০ পিএম, ০৪ ডিসেম্বর ২০২৩

একের পর এক বড় দুঃসংবাদ পাচ্ছেন রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি। এরইমধ্যে বিভিন্ন রকম ইনজুরিতে ছিটকে গেছেন দলের ৭ ফুটবলার। এবার সে তালিকায় যুক্ত হলো আরও একজনের নাম। চোটের কারণে এক মাসের জন্য দল থেকে ছিটকে পড়েছেন ডিফেন্ডার দানি কার্ভাহাল।

ফুুটবলারদের একের পর এক ইনজুরির কারণে আনচেলত্তির কপালে চিন্তার ভাঁজ আরও বেশি স্পষ্ট হয়ে উঠছে। টেবিলের শীর্ষস্থান হারানোর শঙ্কায়ও পড়েছে লা লিগার ক্লাবটি।

গত শনিবার লা লিগার খেলায় গ্রানাডার বিপক্ষে খেলতে নেমে ইনজুরির কবলে পড়েন স্প্যানিশ মিডফিল্ডার কার্ভাহাল। প্রথমার্ধের আগেই মাঠ ছাড়তে হয়েছিল তাকে। পরীক্ষা নিরীক্ষার পর আজ সোমবার ক্লাবটি জানিয়েছে, বাঁ পায়ের পেশীতে মারাত্মক ইনজুরি হয়েছে কার্ভাহালের।

বিবৃতিতে বলেছে, ‘আমাদের খেলোয়াড় দানি কার্ভাহালের উপর রিয়াল মাদ্রিদ মেডিকেল বিভাগ কর্তৃক পরীক্ষার পর তার বাঁ পায়ের সোলিয়াস পেশীতে চোট ধরা পড়েছে। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আলোচনা চলমান।’

তবে ফুুটবল বিষয়ক ওয়েবসাইট 'ইএসপিএন' জানিয়েছে, ইনজুরির কারণে অন্তত এক মাস মাঠের বাইরে থাকতে হবে ৩১ বছর বয়সী এই রিয়াল তারকাকে।

এর আগে চোটে পড়েন রিয়ালের ক্রোয়াট মিডফিল্ডার লুকা মদ্রিচ, ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র ও ডিফেন্ডার এদের মিলিতাওয়ের মতো গুরুত্বপূর্ণ তারকারা।

এছাড়া ইনজুরিতে পড়েছিলেন ইংল্যান্ডের মিডফিল্ডার জুড বেলিংহামও। তবে চোট থেকে ফিরে এসেছেন এই ইংলিশ ক্রিকেটার। গ্রানাডার বিপক্ষে মাঠেও নেমেছেন তিনি।

আগামী শনিবার লা লিগায় রিয়াল বেটিসের বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। বতর্মানে ৩৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে দলটি।

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।