নারী সাফ চ্যাম্পিয়নশিপ হতে পারে বাংলাদেশে

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৩:৩২ পিএম, ০৫ ডিসেম্বর ২০২৩

আগামী বছর অক্টোবরে নারী সাফ চ্যাম্পিয়নশিপ হবে তা আগেই নির্ধারিত। তবে ঠিক কবে ও কোথায় হবে দক্ষিণ এশিয়ার নারীদের সবচেয়ে বড় এই ফুটবল টুর্নামেন্ট তা চূড়ান্ত হয়নি। বাংলাদেশ, নেপাল ও ভুটান আয়োজক হওয়ার আবেদন করেছে।

মঙ্গলবার অনুষ্ঠিত সাফের কম্পিটিশন কমিটির সভায় ক্লাব চ্যাম্পিয়নশিপের পাশাপাশি নারী সাফের ভেন্যু নিয়েও আলোচনা হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সাফ গুরুত্ব দেবে টুর্নামেন্টের মার্কেটিং এজেন্ট ‘স্পোর্টস ফাইভ’ এর মতামত।

সভা শেষে সাফ-এর সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল জাগো নিউজকে বলেন, ‘তিনটি দেশের আবেদন নিয়ে আলোচনা হয়েছে। সিদ্ধান্ত নেওয়ার আগে আমরা মার্কেটিং এজেন্টর মতামতের জন্য পাঠিয়েছি। তারা যেখানে বেশি প্রচার- প্রচারণা পাবে মনে করবে সেখানেই আয়োজন করবো আমরা। সহসাই আয়োজক দেশ চূড়ান্ত করা হবে।’

বাফুফের সদস্য ও নারী ফুটবল কমিটির চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ বলছিলেন, ‘আগামী সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশেই হবে। নেপাল ও ভুটান করবে না।’

এ বিষয়ে সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বলেন, ‘এ বিষয়ে কোনো দেশ এখনো কিছু বলেনি। কোনো দেশ পিছুটানও দেয়নি। এখনো তিন দেশই আছে আয়োজক হওয়ার দাবিদার। দেখা যাক আমাদের মার্কেটিং এজেন্ট কি মতামত দেয়।’

২০২২ সালের সেপ্টেম্বরে সর্বশেষ নারী সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজন করেছিল নেপাল। ভুটানের অবকাঠামো এবং দর্শক বিবেচনায় পাহাড়ী দেশটির কথা বিবেচনায় নাও আনতে পারে মার্কেটিং এজেন্ট। তাই পরের সাফের আয়োজক হিসেবে বাংলাদেশের সম্ভাবনাই উজ্জ্বল।
নারী সাফ চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ।

আরআই/আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।