এটা অনেক সম্মানের পদক, আল্লাহর কাছে শুকরিয়া: সাবিনা

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:৩১ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০২৫

মন ভালো নেই নারী ফুটবলারদের। দুশ্চিন্তায় সময় কাটছে সাফজয়ী সাবিনাদের। তাদের চোখ এখন বাফুফে গঠিত বিশেষ কমিটির দিকে। কোচ পিটার বাটলারের সাথে তাদের বিরোধ খতিয়ে দেখা ওই কমিটি বাফুফের কাছে কি প্রতিবেদন দেয়, তা নিয়ে মহাদুশ্চিন্তায় তারা।

অস্থির ও গুমোট পরিস্থিতির মধ্যেই নারী ফুটবলারদের মধ্যে খুশির খবর হয়ে আসে এ বছর একুশে পদকের জন্য জাতীয় নারী ফুটবল দল মনোনীত হওয়া। খবর পাওয়ার পরই ক্ষণিকের জন্য হলেও খুশির ফোয়ারা বয়ে যায় বাফুফে ভবনের নারী ফুটবলারদের ক্যাম্পে।

এ খবর জানার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন বলেন, ‘শুনে খুবই ভালো লাগছে। এটা অনেক সম্মানের পদক। এই পদক পাওয়ায় আল্লাহর কাছে অনেক শুকরিয়া।’

আরআই/এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।