রোনালদোর বাক্সে দুঙ্গার ভোট


প্রকাশিত: ০৯:৪৪ এএম, ২৮ ডিসেম্বর ২০১৪

বাস্তবে তারা হয়তো কখনই একই দলে থাকবেনা। আবার তারা একই দেশের নাগরিকও নন। তারপরও তাকে সমর্থন দিচ্ছেন ব্রাজিলের কোচ কার্লোস দুঙ্গা। ফিফা ব্যালন ডি‌`অর পুরস্কারের জন্য ক্রিশ্চিয়ানো রোনালদোকেই বেছে নিয়েছেন ব্রাজিল কোচ।  শুক্রবার ব্রাজিলের পোর্টো অ্যালেগ্রেতে এক সাংবাদিক সম্মেলনে এমনটিই জানেয়েছেন দুঙ্গা। তিনি বলেন, আমি ক্রিশ্চিয়ানো রোনালদোকেই সেরা ফুটবলারের খেতাব জয়ের জন্য ভোট দেব।’  

সিআরসেভেন খ্যাত রোনালদোর জন্য ব্রাজিল কোচের ভোট পাওয়া নতুন নয়। গেল বছর  ‘বিগফিল’ লুইস ফিলিপ স্কলারির ভোটটি পেয়েছিল পর্তুগালের এই অধিনায়ক।

আগামী বছরের ১২ জানুয়ারি ঘোষণা করা হবে কার হাতে উঠছে বছরের সেরা ফুটবলারের পুরস্কার ফিফা ব্যালন ডি’অর । যেখানে রোনালদোর সাথে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে আছেন আর্জেন্টিনার লিওনেল মেসি ও জার্মানির ম্যানুয়েল ন্যুয়ার।  

প্রসঙ্গত, ফিফার সদস্য প্রত্যেকটি দেশের কোচ, ফুটবল দলের অধিনায়ক ও একজন করে নির্বাচিত সাংবাদিক সেরা তিন ফুটবলারের মধ্যে থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বেছে নেয়ার সুযোগ পান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।