স্বাধীনতা কাপ ভলিবলে চ্যাম্পিয়ন বিমান বাহিনী

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১০:০৬ পিএম, ২৩ এপ্রিল ২০২৫

স্বাধীনতা কাপ ভলিবলে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ বিমান বাহিনী। বুধবার পল্টনের শহীদ নূর হোসেন স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে বাংলাদেশ বিমান বাহিনী ৩-২ সেটে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে পরাজিত করেছে।

প্রথম সেটে বিমান বাহিনী ২৫-১৫ পয়েন্টে জিতে পরের দুই সেট হেরে যায় ১৮-২৫ ও ১৯-২৫ পয়েন্টে। শেষ দুই সেট বিমান বাহিনী ২৫-২৩, ১৫-১০ পয়েন্টে জিতে শিরোপা নিশ্চিত করে।

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে বিকেএসপি ৩-১ সেটে বাংলাদেশ আনসারকে পরাজিত করেছে। ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেছেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন।

উপস্থিত ছিলেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি ফারুক হাসান ও সাধারণ সম্পাদক বিমল ঘোষ ভুলু।

আরআই/আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।