রোনালদোর স্বপ্নের টিমে মেসি


প্রকাশিত: ০৪:০০ এএম, ০১ জানুয়ারি ২০১৫

মেসিকে নিয়েই নিজের স্বপ্নের একাদশ সাজিয়েছেন রোনালদো। তবে এই রোনালদো পর্তুগালের অধিনায়ক  নন, ইনি ব্রাজিলের সাবেক ফুটবল গ্রেট রোনালদো।

সিনিয়র রোনালদোর ড্রিম টিমে রয়েছেন আরও রয়েছেন পেলে, ম্যারাডোনা, আলফ্রেদো ডি স্টেফানো, জোহান ক্রুইফ, জিনেদিন জিদানদের মতো কিংবদন্তি ফুটবলাররা। আর বর্তমান সময়ের ফুটবলাদের মধ্যে এই দলে রয়েছে আর্জেন্টিনার ফুটবল সুপারস্টার লিওনেল মেসি এবং মেসির বার্সা সতীর্থ জাভি।

রোনালদো তার ড্রিম টিম গঠন করেছেন ৩-৪-৩ ফরমেশনে। দলের গোলরক্ষক হিসেবে স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিক বিলবাও’র কিংবদন্তি গোলরক্ষক জোসে অ্যাঞ্জেল ইরিবারকে বেছে নিয়েছেন রোনালদো। রাইটব্যাক হিসেবে দলে রয়েছেন ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার কাফু এবং লেফটব্যাক ইতালীর সাবেক ফুটবল সুপারস্টার পাওলো মালদিনি। সেন্টারব্যাক হিসেবে রয়েছেন জার্মানির কিংবদন্তি ফুটবলার ফ্রাঞ্জ বেকেনবাওয়ার। জাভি রয়েছেন সেন্টার মিডফিল্ডে;রাইট মিডফিল্ডে ডাচ কিংবদন্তি জোহান ক্রুইফ আর লেফট মিডফিল্ডে রয়েছেন আর্জেন্টিনার ফুটবল ঈশ্বর দিয়াগো ম্যারাডোনা। অ্যাটাকিং মিডফিল্ডের দায়িত্বটা দেওয়া হয়েছে ফরাসি ফুটবল লিজেন্ড জিদানকে। আর গোলের খেলা ফুটবলে নিজের ড্রিম টিমের ফরোয়ার্ড লাইনটা রোনালদো সাজিয়েছেন মেসি,স্টেফানো ও পেলেকে দিয়ে।

এবারের ফিফা বর্ষসেরা ফুটবলার কে জিতবেন— এই প্রশ্নে কিছুদিন আগে ক্রিশ্চিয়ানো রোনালদোর পক্ষে মতো দিয়েছিলেন সিনিয়র রোনালদো। কিন্তু তার স্বপ্নের ফুটবল দলের সেরা একাদশে ক্রিশ্চিয়ানোর জায়গা না হওয়ার বিষয়টি অবাক করেছে অনেককেই।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।