বিদেশ যাওয়ার অনুমতি পেলেন রুবেল


প্রকাশিত: ০৬:১৭ এএম, ১৪ জানুয়ারি ২০১৫

বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে চলচ্চিত্র অভিনেত্রীর দায়ের করা মামলায় ক্রিকেটার রুবেল হোসেনকে মামলার হাজিরা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে বিদেশ যাওয়ারও অনুমতি দিয়েছেন আদালত।

বুধবার সকাল ১১টার দিকে রুবেল আদালতের কাছে বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে আবেদন করলে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ রাশেদ তালুকদারের আদালত রুবেলের এ আবেদন মঞ্জুর করেন। এর ফলে রুবেলের বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কাও কেটে গেল।
 
এ সময় আদালত তাকে সশরীরে হাজিরা দেয়া মওকুফ করে আইনজীবীর মাধ্যমে হাজিরা দেয়ার নির্দেশ দেন।

প্রসঙ্গত, নারী নির্যাতন আইনে মিরপুর থানায় গত বছরের ১৩ ডিসেম্বর রুবেলের বিরুদ্ধে মামলা করেন চলচ্চিত্র অভিনেত্রী নাজনীন আকতার হ্যাপি। মামলায় বর্তমানে তিনি জামিনে রয়েছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।